ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

প্রোটিয়াদের কঠোর অনুশীলন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
প্রোটিয়াদের কঠোর অনুশীলন ছবি: কাসেম হারুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সোমবার (২৭ জুলাই) বৃষ্টির কারণে ঠিকঠাক অনুশীলন করতে পারেনি দক্ষিণ আফ্রিকা দল। তবে মঙ্গলবার মিরপুরের আকাশে মেঘ সরে ঝলমলে রোদের দেখা মিলেছে।

আর তাতে অনুশীলনেও গতি বেড়েছে সফরকারী দলের।
 
দ্বিতীয় টেস্ট শুরু হবে বৃহস্পতিবার (৩০ জুলাই)। সিরিজের শেষ টেস্টকে সামনে রেখে মিরপুরে কঠোর অনুশীলন করেছে প্রোটিয়ারা। পাশাপাশি তিনটি নেটে ব্যাটিং-বোলিং অনুশীলন করেছেন আমলা- এলগার-স্টেইন-মরকেলসহ পুরো স্কোয়াড।
 
ব্যাটিং-বোলিং পর্ব শেষ করে মিরপুর স্টেডিয়ামে ফিল্ডিং অনুশীলন করে আমলাবাহিনী। স্লিপ ক্যাচের পাশাপাশি, লং ক্যাচিং অনুশীলন করে টেস্ট র‌্যাঙ্কিংয়ের এক নম্বর দলটি। সকাল দশটায় শুরু করা প্রোটিয়াদের অনুশীলন শেষ হয় দুপুর  ১টায়।
 
বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।