ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

বিয়ে করতে যাচ্ছেন রনি তালুকদার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
বিয়ে করতে যাচ্ছেন রনি তালুকদার রনি তালুকদার / ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় দলের তরুণ ক্রিকেটার রনি তালুকদার বিয়ে করতে যাচ্ছেন। আগামী ২২ আগস্ট বিয়ের পিঁড়িতে বসবেন ২৪ বছর বয়সী এ ডানহাতি ব্যাটসম্যান।

পারিবারিকভাবে পছন্দ করা মেয়ের সঙ্গেই বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন নারায়নগঞ্জের ছেলে রনি। বিয়ের খবরের সত্যতা রনি নিজেই বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

কনে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের পাগলা এলাকার প্রয়াত চিন্তাহরণ মন্ডলের মেয়ে স্মৃতি মন্ডল। নারায়নগঞ্জ মহিলা কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী স্মৃতি মন্ডল রনির পরিবারের পূর্বপরিচিত।

পারিবারিকভাবে প্রায় এক বছর আগে কনে ঠিক করে রাখলেও রনি তালুকদারের জাতীয় দলে খেলা এবং ব্যক্তিগত নানা কারণে বিয়ে এতদিন আটকে ছিল।

রনি তার পরিবারের মেজো ছেলে। রনির ছোট ভাই জনি তালুকদার খেলছেন পারটেক্স স্পোর্টিং ক্লাবে। তিন ভাই এক বোনের পরিবার রনিদের। বাবা প্রয়াত মনোরঞ্জন তালুকদার।
 
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭ জুলাই সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ দলে অভিষিক্ত হন রনি। ওই ম্যাচে ২২ বলে ২১ রানের একটি ইসিংস খেলেন। এর আগে তিনি পাকিস্তান ও ভারত সিরিজের বাংলাদেশের স্কোয়াডে ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।