ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

লক্ষ্য বদলে যাওয়ার কারণ জানালেন মুশফিক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৫
লক্ষ্য বদলে যাওয়ার কারণ জানালেন মুশফিক ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: কয়েক মাস আগেও বড় দলের বিপক্ষে জয়ের প্রত্যাশায় মাঠে নামলেও লক্ষ্য থাকতো প্রতিরোধ গড়ার। সেই মনোভাব এখন নেই টাইগার দলে।

ওয়ানডে সিরিজে টানা জয়ের আত্মবিশ্বাসের প্রভাব পড়েছে টেস্টেও।

সেই আত্মবিশ্বাসের জোরেই টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম বিশ্বের এক নম্বর দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন দেখছেন। আর মুশফিককে বড় লক্ষ্য নিয়ে এগুতে সাহায্য করছেন দলের কিছু প্রতিভাবান ক্রিকেটার।

মুশফিক মনে করেন লক্ষ্য বড় হওয়াটা এমনি এমনি হয়নি। ধাপে ধাপে দলের চাহিদা বেড়েছে, সেই সঙ্গে লক্ষ্যটাও বড় হয়েছে। মুশফিক জানান, ‘একটা সময় ওয়ানডেতে ৫০ ওভার ব্যাটিং করাই মূল লক্ষ্য থাকতো  আমাদের। তারপর আমরা ২০০ থেকে ২৫০ রান করার চেষ্টা করেছি। পরের ধাপে আমরা অন্য দলগুলোর সঙ্গে লড়াই করতে চেয়েছি। এরপর ধাপে ধাপে চাহিদা আরও বেড়ে গেছে। বাংলাদেশ দলে কিছু ভালো ক্রিকেটার এসেছে। ম্যাচ উইনার এসেছে। তাদের কারণে দলের পারফরম্যান্সও বদলে গেছে। ’

তবে, মুশফিক মনে করেন তাই বলে এখনই টেস্টে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো পর্যায়ে আসেনি বাংলাদেশ দল।

এর কারণ জানিয়ে মুশফিক বলেন, টেস্ট ক্রিকেট অন্যরকম। আমরা অন্য দলগুলোর মতো খুব বেশি টেস্ট খেলি না। সব জিনিস ধারাবাহিকভাবে করার ব্যাপার আছে। চার-পাঁচ মাস পর একটা টেস্ট খেললে ভালো পারফর্ম করা কঠিন হয়ে যায়। তারপরও বলবো, দলের চাহিদা বেড়ে যাওয়া একটা ইতিবাচক দিক। গ্রেট খেলোয়াড়রা সব সময় বলেন, কোনো লক্ষ্য নির্ধারণ করলে, সেটা যাতে অনেক বড় হয়। আমাদের টেস্ট দলের সামর্থ্য অনেক, কিন্তু ধারাবাহিক পারফর্ম করার দক্ষতাটা এখনো আসেনি। আমরা এখন এ দিকেই বেশি মনযোগী। ’

বুধবার (২৯ জুলাই) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আশার কথা শোনান টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম। চট্টগ্রাম টেস্টের আত্মবিশ্বাস ঢাকায় কাজে লাগাতে পারলে টেস্ট সিরিজটি নিজেদের করে নেওয়া যেতে পারে বলা জানান এই অধিনায়ক।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ২৯ জুলাই ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।