ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

কালামের মৃত্যুতে গাঙ্গুলির শোক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৫
কালামের মৃত্যুতে গাঙ্গুলির শোক ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে ভারতের ক্রীড়ামহলে। আবদুল কালামের মৃত্যুতে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি শ্রদ্ধাভরে তাকে স্মরণ করেছেন।



সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় মেঘালয়ের শিলংয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতের ‘মিসাইলম্যান’ খ্যাত সাবেক রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

সদ্যপ্রয়াত কালামের মৃত্যুতে গাঙ্গুলি বলেন, আমি তার সঙ্গে বেশ কয়েকবার দেখা করার সুযোগ পেয়েছিলাম। তাকে ব্যক্তিগত ভাবে চিনতাম আমি। শুধু আমি নিই, সকলেই আমার সাথে একমত হবেন, মানুষটির সরলতা ছিল মুগ্ধ করার মতো।

ভারতের সাবেক অধিনায়ক আরও যোগ করেন, দেশের রাষ্ট্রপতি হওয়ার পাশাপাশি তিনি একজন অসাধারণ বিজ্ঞানী ছিলেন। সকলকেই একদিন চলে যেতে হবে। তবে, চলে যাবার আগে সকলের অবদান থেকে যাবে।

দেশের হয়ে ১১৩ টেস্ট খেলা গাঙ্গুলি ২০০৪ সালে আবদুল কালামের হাত থেকে পদ্মশ্রী পুরস্কার নিয়েছিলেন। ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত ছিলেন আবদুল কালাম।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ২৯ জুলাই ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।