ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

৪০০ উইকেটের এলিট ক্লাবে দ্বিতীয় প্রোটিয়া স্টেইন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৫
৪০০ উইকেটের এলিট ক্লাবে দ্বিতীয় প্রোটিয়া স্টেইন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা: অসাধারণ এক মাইলফলকে পৌঁছলেন দক্ষিণ আফ্রিকান পেসার ডেল স্টেইন। বিশ্বের ১৩তম বোলার হিসেবে টেস্টে চার’শ উইকেট শিকারীর এলিট ক্লাবে যোগ দিলেন প্রোটিয়াদের এ গতি তারকা।

ঢাকা টেস্টে চার’শ উইকেট থেকে মাত্র এক উইকেট দূরে ছিলেন স্টেইন।

৮০ টেস্ট খেলা স্টেইনের বর্তমানে উইকেট সংখ্যা গিয়ে দাঁড়ালো ৪০০-তে। টাইগার ওপেনার তামিম ইকবালের উইকেট নিয়ে এ মাইলফলকে নাম লেখান স্টেইন।

টেস্ট ইতিহাসের ১৩তম এবং নিজ দেশের দ্বিতীয় বোলার হিসেবে ৪০০ টেস্ট উইকেটের মালিক হলেন ৩৩ বছর বয়সী ডানহাতি ফাস্ট বোলার স্টেইন। আফ্রিকার হয়ে ১০৮ টেস্ট খেলে ৪২১ উইকেট নিয়ে সবার উপরে রয়েছেন সাবেক ডানহাতি ফাস্ট মিডিয়াম পেসার শন পোলক।

৩৯৬ উইকেট নিয়ে বাংলাদেশে পা রাখেন এক নম্বর টেস্ট বোলার স্টেইন। চট্টগ্রামে তিনি তিন উইকেট নেন। সে ম্যাচের শেষ দুইদিন বৃষ্টিতে ভেসে না গেলে হয়তো চট্টগ্রামেই এ ইতিহাস গড়ে ফেলতেন তিনি।

সাদা পোশাকের ক্যারিয়ারে স্টেইন সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। অজিদের বিপক্ষে ১৪ ম্যাচে তার শিকার ৬৯টি উইকেট। ভারতের বিপক্ষে ৬৩টি উইকেট রয়েছে স্টেইনের। আর নিউজিল্যান্ডের বিপক্ষে নিয়েছেন ৫৮টি উইকেট।

ক্যারিয়ারে মোট ২৫ বার ইনিংসে পাঁচ বা এর চেয়ে বেশি উইকেট নিয়েছেন স্টেইন।

২০০৪ সালে পোর্ট এলিজাবেথে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্যারিয়ার শুরু করেন স্টেইন।

৮০০ উইকেট নিয়ে এ তালিকায় সবার শীর্ষে রয়েছেন শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন। অসি কিংবদন্তী শেন ওয়ার্নও পার করেছেন ৭০০ উইকেটের গণ্ডি (৭০৮টি)। ৬০০’র গণ্ডি পার হয়েছেন ভারতের অনিল কুম্বলে।

৫০০’র উপরে রয়েছেন আরও দু’জন, গ্লেন ম্যাকগ্রা এবং কোর্টনি ওয়ালস। এছাড়া কপিল দেব, রিচার্ড হ্যাডলি, শন পোলক, হরভজন সিং, ওয়াসিম আকরাম, কার্টলি অ্যামব্রোস এবং জেমস এন্ডারসনরা রয়েছেন ৪০০ উইকেট নেওয়াদের তালিকায়।

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, ৩০ জুলাই ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।