ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

গ্যালারির এক পাশ শিক্ষার্থীদের দখলে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৫
গ্যালারির এক পাশ শিক্ষার্থীদের দখলে ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা শুরু হয় সকাল সাড়ে ৯টায়। দিনের প্রথম সেশনে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে তেমন দর্শক চোখে না পড়লেও দ্বিতীয় সেশনের খেলা শুরু হতেই দর্শক বাড়তে শুরু করেছে।



স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষার্থীদের বিনা টিকিটে খেলা দেখার সুযোগ করে দেওয়ায় দর্শক বাড়ছে মিরপুরে। গ্যালারির এক পাশের আসন এখন তাদের দখলে।

স্টেডিয়ামের উত্তর গ্যালারি দর্শকে পরিপূর্ণ হয়ে উঠলেও বাকী গ্যালারিগুলোতে দর্শক উপস্থিতি সামান্যই। গ্যালারির অধিকাংশ আসন এখনো ফাঁকা। গ্র্যান্ড স্ট্যান্ডে বাংলাদেশের ড্রেসিংরুমের পাশের অংশটি পূর্ণ হলেও বাকী জায়গাগুলোতে তেমন দর্শক নেই।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ৩০ জুলাই ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।