ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

ভারত সফরে প্রোটিয়া ‘এ’ দলে ডি কক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৫
ভারত সফরে প্রোটিয়া ‘এ’ দলে ডি কক ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: ফর্মহীনতার কারণে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকা দলে কুইন্টন ডি ককের জায়গা হয়নি। আগামী মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের হোম সিরিজটিও হয়তো মিস করতে যাচ্ছেন।

কারণ, প্রোটিয়া ‘এ’ দলের হয়ে ভারত সফরে যাচ্ছেন এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

আগস্টের পাঁচ তারিখে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজে ভারত ও অস্ট্রেলিয়া ‘এ’ দলের মুখোমুখি হবে দ. আফ্রিকা ‘এ’ দল। এ সিরিজ শেষেই ভারতের ‘এ’ দলের বিপক্ষে দুটি আনঅফিসিয়াল টেস্ট ম্যাচ খেলবে প্রোটিয়া ‘এ’ দল।

অন্যদিকে, আগামী সেপ্টেম্বরে পূর্ণাঙ্গ ক্রিকেট সিরিজ খেলতে ভারত সফরে যাবে প্রোটিয়ারা। ওই সিরিজে তিনটি টি-টোয়েন্টি, পাঁচটি ওয়ানডে ও চারটি টেস্ট খেলবে আমলা-ভিলিয়ার্সরা। মূলত, এ সিরিজের আগেই ফর্মে ফেরাতে ডি কককে ‘এ’ দলে র‍াখা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রোটিয়া টেস্ট অধিনায়ক হাশিম আমলা বলেন, ‘আশা করছি, ভারত সফরে দ. আফ্রিকা ‘এ’ দলের হয়ে নিজের সেরাটা ফিরে পাবে ডি কক এবং সেপ্টেম্বরের শেষদিকে ভারতের বিপক্ষে মূল দলে ফিরতে পারবে। ’

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।