ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

নতুন ফ্র্যাঞ্চাইজি মালিকের খোঁজে বিসিবি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৫
নতুন ফ্র্যাঞ্চাইজি মালিকের খোঁজে বিসিবি

ঢাকা: এ বছরের নভেম্বরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার আগে বিপিএল’র ফ্র্যাঞ্চাইজিভিত্তিক দলগুলোর মালিকানা পরিবর্তনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

এ লক্ষ্যে বৃহস্পতিবার (৩০ জুলাই) নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়েছে বিসিবি। নতুন ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে ২০১৫-১৮ পর্যন্ত চুক্তি করা হবে।

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘আগের ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে চুক্তি বাতিল হয়েছে। ফ্র্যাঞ্চাইভিত্তিক প্রতিটি দলের জন্যই নতুন মালিক নির্ধারণ করা হবে। তবে পুরোনো মালিকরাও নিলামে অংশ নিতে পারবেন। সেক্ষেত্রে বোর্ডের সম্মতি নেওয়া আবশ্যক। ’

আগ্রহীদের আগামী ১৭ আগস্টের মধ্যে বিসিবির নিকট আবেদন করতে হবে। তাই অচিরেই হয়তো বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, খুলনা, রাজশাহী, রংপুর ও সিলেট এ সাতটি অঞ্চলভিত্তিক দলের মালিকানা পরিবর্তন হবে।

বিসিবির সিইও আরও বলেন, ‘পুরোনো ফ্র্যাঞ্চাইজি মালিকরা বকেয়া পরিশোধ না করায় তাদের সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে। তা আদায়ের লক্ষ্যে আমরা এখন ‍আরবিট্রেশন (সালিসি) প্রক্রিয়ার মধ্যে আছি। এতে কাজ না হলে পরবর্তী ধাপে অগ্রসর হবো। তারা আবারও মালিকানা নিতে চাইলে আবেদন করতে পারবে। তবে, অন্যদের মতো অবশ্যই আমাদের অনুমতি নিতে হবে। ’

নিজামউদ্দিন চৌধুরী উল্লেখ করেন, ‘কয়েকটি পক্ষ ইতোমধ্যেই তাদের আগ্রহ প্রকাশ করেছে। তবে এতো তাড়াতাড়ি তাদের নাম বলতে চাচ্ছি না। ’

এদিকে, দুর্নীতির দায়ে বিপিএলের তৃতীয় আসরে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের অংশ নেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। কারণ, আইসিসির পক্ষ থেকে সিদ্ধান্ত দেওয়া হয়েছে, বৈধভাবে এখন আর ঢাকা গ্ল্যাডিয়েটর্স বিপিএল টুর্নামেন্টে থাকতে পারবে না। এমনটিই নিশ্চিত করেছেন বিপিএল’র সদস্য সচিব ইসমাইল মল্লিক। উল্লেখ্য, এ দলটির ফ্র্যাঞ্চাইজি মালিক শিহাব জিসান চৌধুরী ও সেলিম চৌধুরীকে ১০ বছরের জন্য বিপিএল থেকে নিষিদ্ধ করা হয়েছে।

বিপিএলের প্রথম দুই আসরে ফ্র্যাঞ্চাইভিত্তিক দলগুলোর মালিকানায় ছিল এসকিউ স্পোর্টস (চিটাগাং কিংস), শিহাব ট্রেডিং হাউস (ঢাকা গ্ল্যাডিয়েটর্স), ওরিয়ন স্পোর্টস (খুলনা রয়্যাল বেঙ্গলস), মোহন এন্ড অ্যাসোসিয়েটস (দুরন্ত রাজশাহী), আই-স্পোর্টস লিমিটেড (রংপুর রাইডার্স), ওয়াল্টন (সিলেট) ও আলিফ গ্রুপ বাংলাদেশ (বরিশাল বার্নার্স)। উল্লেখ্য, প্রথম মৌসুমে (২০১২) ছয়টি দল অংশ নেয়। পরের বছর সপ্তম দল হিসেবে রংপুর রাইডার্সের অন্তর্ভুক্তি ঘটে।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৫
আরএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।