ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

‘পেসার হান্ট’ করার ইচ্ছার কথা জানালেন সুজন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৫
‘পেসার হান্ট’ করার ইচ্ছার কথা জানালেন সুজন খালেদ মাহমুদ সুজন / ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় দলের সাবেক কোচ সারওয়ার ইমরানের তত্ত্বাবধানে ২০০৫ এবং ২০০৭ সালে ‘গ্রামীণফোন পেসার হান্ট’ কর্মশালা হয়। আজকের রুবেল হোসেন, শফিউল ইসলামরা ওই পেসার হান্টের ফসল।

এরপর আর বোলার অন্বেষণ কর্মসূচি হয়নি।   বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভলপমেন্ট প্রতি বছর বয়সভিত্তিক ক্রিকেটারদের নিয়ে পেস বোলিং ডেভলপমেন্ট ক্যাম্প করলেও সেখান থেকে ভালো মানের বোলার মিলছে না।

এবার তাই বোলার হান্ট করার কথা ভাবছে বিসিবি’র গেম ডেভলপমেন্ট কমিটি। রোববার (০৯ আগস্ট) মিরপুরে গেম ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন এ ব্যাপারে বাংলানিউজকে বলেন, ‘আমাদের ইচ্ছা আছে ট্যালেন্ট হান্ট করার।   এ কর্মসূচি থেকে পেস বোলার এবং লেগস্পিনার বাছাই করা হবে। ’

দ্রুততম সময়ের মধ্যে বোলার অন্বেষণ কর্মসূচির উদ্যোগ নেওয়ার ইচ্ছা থাকলেও হাইপারফরম্যান্স ইউনিট (এ‌ইচপি) ও মহিলা ক্রিকেট দলের ক্যাম্প চলার কারণে এখনই সেটা করা সম্ভব হচ্ছেনা বলে জানান সুজন, ‘মিরপুরের একাডেমিতে এখন জায়গা নেই। এইচপি ও মহিলা দলের ক্যাম্প চলছে। এ রকমটি থাকবে আরও দুই মাস।   ফলে এখনই এই কর্মসূচি হাতে নেওয়া যাচ্ছে না। সব কিছু বিবেচনা করে সুবিধাজনক সময়েই বোলার অন্বেষণ কর্মসূচি আমরা হাতে নেব। ’

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ০৯ আগস্ট ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।