ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

জয়ের কাছে ইংল্যান্ড, বিপর্যয়ে অজিরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৫
জয়ের কাছে ইংল্যান্ড, বিপর্যয়ে অজিরা ছবি: সংগৃহীত

ঢাকা: তৃতীয় দিনেই জয়ের সুবাস পাচ্ছে ইংল্যান্ড। অ্যাশেজের তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে মাত্র ২৩ রান এগিয়ে অস্ট্রেলিয়া।

দ্বিতীয় ইনিংসে অজিদের হাতে রয়েছে মাত্র তিনটি উইকেট। ফলে, ম্যাচ অনেকটাই ইংলিশদের নিয়ন্ত্রণে।

প্রথম ইনিংসে ইংলিশ বোলার জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড আর স্টিভেন ফিনের বোলিং তোপে পড়ে মাইকেল ক্লার্ক বাহিনী মাত্র ১৩৬ রানেই গুটিয়ে যায়। অ্যান্ডারসন একাই তুলে নেন অজিদের ৬টি উইকেট।

ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ডের ইনিংসটিও বেশি দূর এগুতে দেননি অজি বোলাররা। ২৮১ রানেই থেমে যায় ইংলিশদের ইনিংস। দলের হয়ে প্রথম ইনিংসে সর্বোচ্চ ৬৩ রান আসে জো রুটের ব্যাট থেকে। এছাড়া আট নম্বরে নামা মঈন আলির ব্যাট থেকে আসে ৫৯ রান। ইংল্যান্ডের অধিনায়ক ও ওপেনার অ্যালিস্টার কুক করেন ৩৪, তিন নম্বরে নামা ইয়ান বেল করেন ৫৩ আর স্টুয়ার্ট ব্রড করেন ৩১ রান।

প্রথম ইনিংসে ১৪৫ রানের লিড নেয় ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেও বিপর্যয়ে পড়ে অজিরা। ১৬৮ রানেই তারা হারিয়েছে ৭ উইকেট। দুই অঙ্কের ঘরে যেতে পেরেছে মাত্র তিনজন। দলের হয়ে দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত সর্বোচ্চ রান এসেছে ওপেনার ডেভিড ওয়ার্নারের ব্যাট থেকে। তিনি ৬২ বলে ১১টি চারের সাহায্যে করেছেন ৭৭ রান। এছাড়া উইকেটরক্ষক ব্যাটসম্যান পিটার নেভিল ৩৭ রান নিয়ে অপরাজিত থেকে তৃতীয় দিন মাঠে নামবেন। দুই অঙ্কের ঘরে পৌঁছানো আরেক অজি হলেন মিচেল জনসন (১৪ রান)।

দ্বিতীয় ইনিংসে ১৩ ওভার বল করে ইংলিশদের হয়ে ৫টি উইকেট দখল করেন স্টিভেন ফিন।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, ৩১ জুলাই ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।