ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

আবারো প্রোটিয়াদের সিইও লরগাত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, আগস্ট ১, ২০১৫
আবারো প্রোটিয়াদের সিইও লরগাত ছবি: সংগৃহীত

ঢাকা: দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী (সিইও) হিসেবে আরো চার বছরের জন্য চুক্তি সারলেন হারুণ লরগাত। ২০১৯ সালের ৩১ জুলাই পর্যন্ত তিনি এ পদে থাকবেন।

এর আগে ২০১৩ সালের জুলাইয়ে প্রথমবারের মত এ পদে বসেছিলেন সাবেক আইসিসি’র প্রধান নির্বাহী।

ক্রিকেট দক্ষিণ আফ্রিকা থেকে এ প্রসঙ্গে জানানো হয়, লরগাতের সিইও হওয়ার পর দলের উন্নতি হওয়ায় বোর্ডের পরিচালকরা শুক্রবার জোহার্নেসবার্গে এক সভায় তাকে আবারো এ পদে বসান।

ক্রিকেটের প্রশাসনিক কাজে এর আগে লরগাত দারুণ অভিজ্ঞতার প্রমাণ রেখেছেন। ২০০৮ থেকে ২০১২ পর্যন্ত চার বছর তিনি আইসিসি’র প্রধান নির্বাহী হিসেবে ছিলেন।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, জুলাই ০১, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।