ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

সাদা পোশাকে তিন নম্বরে রোহিত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৫
সাদা পোশাকে তিন নম্বরে রোহিত ছবি: সংগৃহীত

ঢাকা: শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজের ম্যাচে তিন নম্বরে ব্যাট করবেন টিম ইন্ডিয়ার টপঅর্ডারের ব্যাটসম্যান রোহিত শর্মা। সাদা পোশাকে লঙ্কানদের বিপক্ষে ব্যাটিং অর্ডার কি হতে পারে তা জানাতে সংবাদ সম্মেলনে এমনটি নিশ্চিত করেছেন ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি।



শ্রীলঙ্কা উড়ে যাওয়ার আগে সংবাদ সম্মেলনে কোহলি বলেন, ওয়ানডে ম্যাচে রোহিত উপরের দিকে ব্যাট করে। তবে, টেস্ট ও ওয়ানডে দু’টি ভিন্ন ফরমেট। টেস্টে সে পাঁচ-ছয় নম্বরেও ব্যাটিং করতে পারবে। তবে, আমরা দেখেছি রোহিতের জন্য টেস্টে তিন নম্বর জায়গাটাই আদর্শ।

দলের ব্যাটিং অর্ডারে রোহিত কেন তিন নম্বরে নামানো হবে এমন প্রশ্নের উত্তর দিতে গিয়ে কোহলি বলেন, অস্ট্রেলিয়াতে সে তিন নম্বরে নেমে ভালো ব্যাট করেছে। আমার মনে হয় রোহিত একবার সেট করে গেলে মিডল অর্ডারে রান তোলা নিয়ে আর ভাবতে হবে না।

কোহলি আরও যোগ করে বলেন, রোহিত প্রকৃতি প্রদত্ত দারুণ একজন ব্যাটসম্যান। অল্প সময়ের মধ্যেই সে বড় স্কোর করতে পারে। এ কারণে আমরা আরও ২০-৩০ ওভার বেশি বল করার সুযোগ পাব।

ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ দু’টি ডাবল সেঞ্চুরি হাঁকানো রোহিত শর্মা ১৩৮টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। তবে, টিম ইন্ডিয়ার হয়ে সাদা পোশাকে মাত্র ১১টি ম্যাচে নেমেছেন এ ডানহাতি ব্যাটসম্যান। ওয়ানডেতে তার ৭টি শতকের পাশাপাশি রয়েছে ২৬টি অর্ধশতক। টেস্টে ১৯ ইনিংস থেকে তিনি দু’টি করে শতক ও অর্ধশতক হাঁকান।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ০৩ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।