ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

টাইগার যুবাদের উপদেষ্টা হলেন স্টুয়ার্ট ল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৫
টাইগার যুবাদের উপদেষ্টা হলেন স্টুয়ার্ট ল ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশের ক্রিকেটে আবারো ফেরত এলেন স্টুয়ার্ট ল। তবে এবার ভিন্ন রুপে, ভিন্ন জায়গায়।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কারিগরী উপদেষ্টা হিসেবে স্টুয়ার্টকে নিয়োগ দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৬ সপ্তাহের এ চুক্তিতে তিনি ২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ পর্যন্ত কাজ করবেন।

অস্ট্রেলিয়ার সাবেক মিডলঅর্ডার ব্যাটসম্যান এর আগে ২০১১ সালে বাংলাদেশ ক্রিকেটের মূল দলে কোচের পদে ছিলেন। তার ১০ মাসের কোচিংয়ে টাইগাররা চরম সফলতাও পায়। ২০১২ এশিয়া কাপের ফাইনালে প্রথবারের মত জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। তবে সফল হয়েও হঠাৎই পদত্যাগ করেন তিনি।

বিসিবি’র প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানান, যুব পর্যায়ে স্টুয়ার্ট দারুণ অভিজ্ঞ। তাই বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তার পরামর্শ কাজে লাগতে পারে।

নিজামউদ্দিন বলেন, ‘বিশ্বকাপে এবার আমরা স্বাগতিক দেশ। তাই আমাদের আশাও ‍অনেক বেশি আর স্টুয়ার্ট যুব ক্রিকেটে দারুণ দক্ষ। তার ক্রিকেট ক্যারিয়ার যেমন উজ্জ্বল তেমনি কোচিংয়েও তিনি পারদর্শী। আমি ছেলেদের সামনে বড় এ প্রতিযোগীতায় তাকে পেয়ে খুবই খুশী। ’

২০১২ সালের এপ্রিলে বাংলাদেশ ত্যাগের পর স্টুয়ার্ট অস্ট্রেলিয়ার হাই-পারফরম্যান্স দলের কোচ হয়েছিলেন। একই বছর তিনি অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপে কোচ ছিলেন। ২০১৩ সালে তিনি অজিদের মূল দলের ব্যাটিং কোচ হয়েছিলেন। আর সর্বশেষ স্টুয়ার্ট কুইন্সল্যান্ড বুলস ও ব্রিসবেন হিটসের হয়ে তিন মৌসুম করে কোচ ছিলেন। এ বছরের জানুয়ারীতে তিনি পদত্যাগ করেন।

বিসিবি’র প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায় এ মাসের শেষ দিকে স্টুয়ার্ট ল বাংলাদেশে আসতে পারেন। তিনি একমাত্র ব্যক্তি যিনি মূল দলের কোচের পর আবারো অন্য একটি কোচিংয়ের ভূমিকায় দেশে আসছেন।

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, আগষ্ট ০৪, ২০১৫
এমএমএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।