ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

অস্ট্রেলিয়ায় সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৫
অস্ট্রেলিয়ায় সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট ছবি: সংগৃহীত

ঢাকা: চারমাস আগে রেকর্ড পঞ্চমবারের মত বিশ্বকাপের শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। দেশটির সবচেয়ে জনপ্রিয় খেলা হিসেবে অস্ট্রেলিয়ানরা ক্রিকেটকে বেছে নেয়।

এক জরিপে উঠে এসেছে গত এক বছরে দেশটিতে ১.২ বিলিয়ন অস্ট্রেলিয়ান ক্রিকেটে অংশগ্রহন করেছে। যা এখন পর্যন্ত দেশটির যেকোন খেলায় সর্বোচ্চ অংশগ্রহন।

জরিপ বিশেষজ্ঞ স্ট্রিট রায়ান নিশ্চিত করেছেন, অস্ট্রেলিয়ার রাগবি, ফুটবল ও ক্রিকেটের মধ্যে দেশটির জনগণ ২২ গজের খেলাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে। ২০১৪ সালের জুনের পর এক জরিপে উঠে আসা এ তথ্যে জানানো হয় ক্রিকেটে ৯ শতাংশ অংশগ্রহণকারী বৃদ্ধি পেয়েছে।

এ জরিপে আরও জানানো হয় ক্রিকেটে অতি মাত্রায় আগ্রহী হচ্ছে দেশটির নারীরা। টানা দুই বছরে নারীদের পছন্দে ক্রিকেটই এগিয়ে। যা ১৮ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে। এছাড়া স্কুল পর্যায়েও এর হার বৃদ্ধি পেয়েছে।

জরিপে দেখানো হয়, গত ‍এক বছরে মোট ১২ লাখ ৮ হাজার ৩’শ ৬০ জন অস্ট্রেলিয়ান ক্রিকেটে অংশগ্রহন করেছে। ৬,২৮,৮২৬ জন ছিল স্কুল ক্রিকেটে। আর নারীদের অংশগ্রহনের সংখ্যা ২,৯০,৫৬৬ জন। ক্যাঙ্গারুর দেশটিতে মোট ক্রিকেট দলের সংখ্যা রয়েছে ২৪ হাজার ৯৬১টি। যার মধ্যে ঐতিহ্যবাহী একাদশ দল রয়েছে ২৩ হাজার ১১১টি।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, আগষ্ট ০৪, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।