ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

বছরজুড়েই ব্যস্ত থাকছে মিরপুর

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৫
বছরজুড়েই ব্যস্ত থাকছে মিরপুর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: টানা আট মাসের দীর্ঘ ক্রিকেট জার্নি শেষ করেছে বাংলাদেশ দল। জার্নিটা ছিল সাফল্যমন্ডিত।

গত বছরের নভেম্বর-ডিসেম্বরে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে শুরু হয় সাফল্যের পথে হাঁটা। এরপর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে বিশ্বকাপ মিশন শেষ করে দেশের মাটিতে টানা তিনটি সিরিজ শেষ করেছে টাইগাররা।

পাকিস্তান, ভারতের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ওয়ানডে সিরিজ জিতে ধারাবাহিক এক দল হয়ে উঠছে বাংলাদেশ। টানা সিরিজের এই সময়ে বেশ সরগরম ছিল দেশের ‘হোম অব ক্রিকেট’ মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম।

তবে এই সরগরমভাব হারিয়ে যাচ্ছে না মিরপুর থেকে। সামনের সময়গুলোতে আন্তর্জাতিক হোম সিরিজের সিডিউল তেমন না থাকলেও ঘরোয়া ক্রিকেট, অনূর্ধ্ব-১৯ দল ও জাতীয় মহিলা দলের ক্যাম্প, হাইপারফরম্যান্স ই‌উনিটের (এইচপি) অনুশীলন ও জাতীয় দলের অস্ট্রেলিয়া সিরিজের (এ বছরের শেষ আন্তর্জাতিক সিরিজ) প্রস্তুতি-সব মিলে সরগরমভাবটা থাকছে মিরপুরে।

সবার আগে অনুশীলন ক্যাম্প শুরু করবে মহিলা ক্রিকেট দল। ৭ আগস্ট শুরু তাদের অনুশীলন ক্যাম্প। অক্টোবরে দক্ষিণ আফ্রিকা মহিলা দলের বাংলাদেশ সফর উপলক্ষে ক্যাম্পে অংশে নেবে সালমা খাতুন-শুকতারা-জাহানারা-শারমিনরা।

এরপর শুরু হবে জাতীয় ক্রিকেট দলের ক্যাম্পও। অনুশীলন ক্যাম্প শুরুর সম্ভাব্য তারিখ ২১ আগস্ট। অস্ট্রেলিয়া সিরিজের সূচিও চূড়ান্ত হয়ে গেছে। দুই টেস্টের সিরিজ খেলতে ২৮ সেপ্টেম্বর ঢাকায় আসবে অজিরা।
 
এ দিকে টেস্ট সিরিজের আগে ভালো প্রস্তুতির জন্য বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) আয়োজন করতে চাইছেন বিসিবি’র টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান। ফ্র্যাঞ্চাইজিত্তিক টুর্নামেন্ট বিসিএলের চতুর্থ আসর পরের মাসের মাঝামাঝি সময়ে শুরু করা যাবে বলে আশাবাদী আকরাম। শিগগিরি ফ্র্যাঞ্চাইজিদের নিয়ে আলোচনায় বসবে টুর্নামেন্ট কমিটি।

২০১৬ সালের জানুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই অনূর্ধ্ব-১৯ দলের প্রস্তুতি ক্যাম্পও শুরু হয়ে যাবে এ মাসেই। যুবাদের বিশ্বকাপের প্রস্তুতির জন্য ভালো কোনো দলের বিপক্ষে হোম সিরিজ আয়োজনের চেষ্টা করছে বিসিবি।

অক্টোবরে অস্ট্রেলিয়া সিরিজ শেষ হতেই আরো একটি ঘরোয়া ক্রিকেট আসরে খেলবে ক্রিকেটাররা। নভেম্বরের তৃতীয় সপ্তাহে গড়াবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি ফরম্যাটের আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।

অনূর্ধ্ব-১৯ দল, মহিলা দল, জাতীয় দল, হাই পারফরম্যান্স স্কোয়াডকে নিয়ে ব্যস্ত সময়ই যাবে ‘হোম অব ক্রিকেটের’।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, ০৪ আগস্ট ২০১৫
এসকে/এমআর         

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।