ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

করাচিতে ওয়াসিম আকরামের গাড়ি লক্ষ্য করে গুলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৫
করাচিতে ওয়াসিম আকরামের গাড়ি লক্ষ্য করে গুলি ওয়াসিম আকরাম

ঢাকা: পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ফাস্ট বোলার ওয়াসিম আকরামের গাড়ি লক্ষ্য করে গুলি করা হয়েছে।   বুধবার (৫ আগস্ট) করাচির ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে ফেরার পথে তার গাড়িতে হামলা চালানো হয়।

এ সময় গাড়িতেই ছিলেন ওয়াসিম আকরাম।

পাকিস্তানি পত্রিকা ডনের অনলাইন সংস্করণের খবরে বলা হয়, করাচির রাস্তায় ওয়াসিম আকরামের গাড়ির সঙ্গে আরেকটি গাড়ির ধাক্কা লাগে। বাকবিতণ্ডার এক পর্যায়ে পিস্তল বের করে আকরামের গাড়ি লক্ষ্য করে গুলি চালানো শুরু করে অপর গাড়ির আরোহী। এ সময় কয়েকটি বুলেট আকরামের গাড়িতে আঘাত হানলেও অক্ষত রয়েছেন তিনি। ।

ওই ঘটনার পর হতভম্ব ওয়াসিম আকরাম সাংবাদিকদের বলেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার গাড়িকে ধাক্কা দেয় অপর গাড়িটি। আমি তাকে গাড়িটি সরিয়ে নিতে বললে সে ‍পিস্তল বের করে গুলি চালাতে শুরু করে। হামলাকারীকে সরকারি কর্মকর্তাদের মতো মনে হয়েছে বলে উল্লেখ করেন ওয়াসিম আকরাম।  

তবে করাচির পুলিশ জানিয়েছে, ওয়াসিম আকরাম হামলার লক্ষ্যবস্তু ছিলেন না। দুর্ঘটনাবশত তার গাড়ি গোলাগুলির মাঝে পড়ে যায়। অবশ্য ভারতের টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ওয়াসিম আকরামকে লক্ষ্য করেই গুলি ছুড়েছে বন্দুকধারী।

৪৯ বছর বয়সী ওয়াসিম আকরামকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বামহাতি পেস বোলার হিসেবে বিবেচনা করা হয়। তিনি বর্তমানে পাকিস্তান জাতীয় ক্রিকেট বোর্ডের অধীনে আয়োজিত প্রতিযোগিতায় সারা দেশ থেকে উঠে আসা প্রতিভাবান সেরা ২০ পেসারকে প্রশিক্ষণ দিচ্ছেন।
 
বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৫
কেএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।