ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

সাংবাদিক ও দর্শকদের ‘ধন্যবাদ’ দিলেন মুশফিক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৫
সাংবাদিক ও দর্শকদের ‘ধন্যবাদ’ দিলেন মুশফিক ছবি: শোয়েব মিথুন- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশের মাটিতে টানা চারটি ওয়ানডে সিরিজ জয় করেছে বাংলাদেশ। জিম্বাবুয়ে, পাকিস্তান ও ভারতের পর দক্ষিণ আফ্রিকাকেও হারিয়েছে টাইগাররা।

মাঠের খেলায় প্রাণপণ লড়ে দলকে জেতাতে হয়েছে মুশফিক-সাকিব-মাশরাফিদের।   আর সেই মুশফিকরাই নাকি  ভালো পারফরম্যান্স করার উৎসাহ পান সাংবাদিক আর মাঠ ও টিভি সেটে চোখ রাখা দর্শকদের কাছ থেকে।

সাংবাদিক-দর্শকদের বেশি প্রত্যাশার কারণেই নাকি ভালো করার তাড়না বেড়ে যায় মুশফিকদের। বাংলাদেশের এমন সাফল্য পাওয়ার কৃতিত্ব দিলেন সাংবাদিক ও দর্শকদের। বুধবার রাজধানীর একটি হোটেলে দারাজডটকমডটবিডি’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে চুক্তি সই করার পর মুশফিক বলেন, ‘সাফল্য পাওয়ায় আমি ক্রেডিট দিতে চাই ক্রীড়া সাংবাদিক ও দর্শকদের। তাদের প্রত্যাশার কারণে অনেক সময় মাঠে সেরাটা বেরিয়ে আসে। আমরা বিশ্বাস করি হয়তো ভালো খেলবো, আমরা ওদের হারাতেও পারবো। অনেক সময় দেখা  আপনাদের (সাংবাদিকদের) কথা, দর্শকের প্রত্যাশা দেখে মনে হয়, আমাদের ভেতরে অবশ্যই কিছু না কিছু আছে। এ জন্যই তারা প্রত্যাশা করছে। থ্যাংকস টু সাপোর্টটার অ্যান্ড জার্নালিস্ট। ’

টানা চারটি সিরিজে সাফল্য পেলেও দক্ষিন আফ্রিকা সিরিজের সাফল্যকেই বেশি গুরুত্ব দিয়েছেন ‍মুশফিক, ‘সাউথ আফ্রিকার সঙ্গে সিরিজটাতে বেশি লার্নিং স্টেপ ছিল। কারণ, তিনটা ম্যাচ হেরে আমরা কামব্যক করেছি। সাউথ আফ্রিকা সিরিজটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। সামনের সিরিজে এটা অনেক হেল্প করবে আমাদের। ’

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, আগষ্ট ০৫, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।