ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

মদ্যপ ফকনারের ড্রাইভিংয়ে নিষেধাজ্ঞা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৫
মদ্যপ ফকনারের ড্রাইভিংয়ে নিষেধাজ্ঞা ছবি: সংগৃহীত

ঢাকা: মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে দুই বছরের জন্য ড্রাইভিংয়ে নিষেধাজ্ঞা পেলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার জেমস ফকনার। সেই সঙ্গে নিজের দোষ শিকার করে নেয়ায় তার ১ লাখ পাউন্ড জরিমানা করা হয়েছে।



অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার অ্যাশেজ সিরিজের পর সীমতি ওভারের ম্যাচে এখন ফকনারের মাঠে নামা নিয়ে অনিশ্চিয়তা দেখা দিয়েছে। এ বছরে অজিদের বিশ্বকাপ জয়ের ফাইনাল ম্যাচটিতে বাঁহাতি এ ফাস্ট বোলার ম্যাচ সেরা হয়েছিলেন। তিনি বর্তমানে ইংলিশ কাউন্টি দল ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলছেন।

ম্যানচেস্টারে ফকনার তার টয়োটা গাড়ি চালানো অবস্থা বিএমডব্লিউ ৩ সিরিজের একটি গাড়ির পেছনে আঘাত করেন। ম্যানচেস্টার ম্যাজিস্ট্রেট কোর্টের ডিস্ট্রিক জজ মার্ক হ্যাডফিল্ড পরে তাকে এমন জরিমান করেন।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, আগষ্ট ০৬, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।