ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

দ্রাবিড়ের অনুপ্রেরণায় কৃতজ্ঞ ইউনিস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৫
দ্রাবিড়ের অনুপ্রেরণায় কৃতজ্ঞ ইউনিস ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতীয় গ্রেট রাহুল দ্রাবিড়ের অনুপ্রেরণায় আমি আজ সেরা ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রমাণ করতে পেরেছি। কথাটি বলেছেন পাকিস্তানের টেস্ট ব্যাটিং তারকা ইউনিস খান।

আর পাকিস্তান দলের তিন নম্বর পজিশনে নিজেকে প্রতিষ্ঠিত করার পেছনে দ্রাবিড়ের কাছে ঋণী-এমনটিও জানিয়েছেন তিনি।

ইউনিস বলেন, ‘আমার ক্যারিয়ারের প্রথম দিকে দ্রাবিড়ের উপদেশ দারুণ কাজে লেগেছে। তার টিপস আমাকে তিন নম্বর পজিশনে শক্ত অবস্থান করে দেয়। ’

ভারত সফরে ও পরে দ্য ওয়াল খ্যাত দ্রাবিড়ের কাছ থেকে ব্যাটিং কৌশল ও ভালো কিছু উপদেশ ইউনিসের ব্যাটিং দক্ষতা আরো বাড়িয়ে দেয় বলে জানান পাকিস্তানের হয়ে টেস্টে সর্বোচ্চ রানের মালিক।

অভিজ্ঞ এ ব্যাটসম্যান ‍আরো বলেন, ‘দ্রাবিড় ছিলেন পেশাদারী ক্রিকেটে সেরা একজন ক্রিকেটার। আর আধুনিক যুগের সেরা এই ব্যাটসম্যানের থেকে আমি অনেক কিছু শিখেছি। ’

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, আগষ্ট ০৬, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।