ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

৯ পেরিয়ে ১০-এ সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৫
৯ পেরিয়ে ১০-এ সাকিব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম / ফাইল ফটো

ঢাকা: ২০০৬ সালের ০৬ আগস্ট। এ দিনেই বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের অভিষেক ঘটে।

দেখতে দেখতে ৯ বছর পার হয়ে গেল। দীর্ঘ সময়ে ২৮ বছর বয়সী সাকিবও ক্রিকেট বিশ্বে নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছেন। ক্রিকেটের তিন ফরমেটেই তিনি এখন বিশ্বসেরা অলরাউন্ডার।

ওয়ানডে ম্যাচের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন মাগুরায় জন্ম নেওয়া সাকিব। হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক ম্যাচেই নজর কাড়েন এ বাঁহাতি অলরাউন্ডার। বল হাতে এক উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাটিংয়ে নেমে ৩০ রানে অপরাজিত থাকেন। ওই ম্যাচটিতে শাহরিয়ার নাফিসের অপরাজিত শতকে ভর করে আট উইকেটের জয় তুলে নেয় টাইগাররা।

বিদেশের মাটিতে ওয়ানডে অভিষেক হলেও ক্রিকেটের বাকী দুই ফরমেটে ঘরের মাঠেই প্রথম খেলতে নামেন সাকিব। ২০০৬ সালেই তার টি-টোয়েন্টিতে অভিষেক ঘটে। প্রতিপক্ষও এক। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ২৮ নভেম্বরের ম্যাচটিতে ব্যাট হাতে ২৬ ও বল হাতে এক উইকেট নেন এ বাঁহাতি স্পিনার। পরের বছরই ভারতের বিপক্ষে সাদা পোশাকে তার আগমন ঘটে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ড্র হয়।

এখন পর্যন্ত ৪২ টেস্ট, ১৫৫ ওয়ানডে ও ৩৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন সাকিব। টেস্টে ১৯টি ফিফটি ও তিনটি শতকের সাহায্যে ৩৯.৭৬ গড়ে ২,৮২৩ রান করেছেন। ওয়ানডেতে ৩৫.৩৩ গড়ে ৪,৩৮২ রান। ৩০টি অর্ধশতকের পাশাপাশি রয়েছে ছয়টি সেঞ্চুরি। আর ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ২৪.০৮ গড়ে ৮৪৩ রান করেন। এ ফরমেটে তিনি পাঁচটি পঞ্চাশোর্ধ ইনিংস উপহার দেন।

বল হাতেও দারুণ সফল সাকিব। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টিতে তার উইকেট সংখ্যা যথাক্রমে ১৪৭, ২০১ ও ৪৫। দেশের হয়ে টেস্ট বাদে বাকি দুই ফরমেটে তিনি সর্বোচ্চ উইকেট শিকারি। একদিনের ক্রিকেটে আর মাত্র সাত উইকেট পেলেই আব্দুর রাজ্জাকের ২০৭ উইকেটের রেকর্ড টপকে যাবেন।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।