ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

আশা ছাড়ছেন না ক্লার্ক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৫
আশা ছাড়ছেন না ক্লার্ক ছবি : সংগৃহীত

ঢাকা: ট্রেন্ট ব্রিজে অস্ট্রেলিয়ার ওপর দিয়ে কি ঝড়টাই না বয়ে গেল! স্টুয়ার্ট ব্রডের অতি বিধ্বংসী বোলিংয়ে প্রথম ইনিংসে মাত্র ৬০ রানেই গুটিয়ে যায় অজিরা। এ টেস্টে হারলেই এক ম্যাচ হাতে রেখে ৩-১ ব্যবধানে সিরিজ জিতবে ইংল্যান্ড।

তবে এখনই হাল ছাড়তে রাজি নন মাইকেল ক্লার্ক। সফরকারী দলের অধিনায়কের কণ্ঠে ঘুরে দাঁড়ানোর প্রত্যেয়ই ঝড়ল।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) অ্যাশেজের চতুর্থ টেস্টের প্রথম দিন রীতিমত দুঃস্বপ্ন উপহার পায় অজিরা। ক্রিস রজার্সকে দিয়ে শুরু। এরপর একে একে আরো সাতটি উইকেট তুলে নেন স্টুয়ার্ট ব্রড। তার ক্যারিয়ার সেরা বোলিংয়েই খুন হন ক্লার্ক-স্মিথরা। পরে ব্যাটিংয়ে নেমে দিন শেষে ইংলিশদের সংগ্রহ দাঁড়ায় চার উইকেটে ২৭৪ রান। ১২৪ রানে অপরাজিত জো রুট।

সংবাদ সম্মেলনে ক্লার্ক বলেন, ‘আমর‍া এখনো অ্যাশেজ বাঁচাতে পারি। প্রথম দিনে দলের পারফরম্যান্স খুবই হতাশাজনক ছিল। ইংল্যান্ড দল দুর্দান্ত খেলেছে। তবে মাত্রই তো একদিন গেল। আমরা লড়াই করার মানসিকতা হারিয়ে ফেলিনি। ’

অজি অধিনায়ক ব্যাটিংয়ে অসহায়ত্বের চিত্রটিও তুলে ধরেন। ‘উইকেটে থিতু হওয়ার জন্য ব্যাটসম্যানরা সর্বাত্মক চেষ্টা করেছে। প্রতিপক্ষের আক্রমণাত্মক বোলিংয়েই যে আমরা অলআউট হয়েছি, এমনটি ‍আমি মনে করি না। আমাদের শট সিলেকশনে ভুল ছিল। সবচেয়ে বড় কথা হচ্ছে, ৬০ রানে গুটিয়ে যাওয়াটা কারোরই কাঙ্ক্ষিত ছিল না। অ্যাশেজ সিরিজ বাঁচাতে আমরা সংকল্পবদ্ধ। লড়াই করার জন্য সবাই প্রস্তুত। ’

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।