ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

গল টেস্টে ফিরবেন বিজয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৫
গল টেস্টে ফিরবেন বিজয় ছবি : সংগৃহীত

ঢাকা: হ্যামস্ট্রিং ইনজুরির কারণে শ্রীলঙ্কায় তিনদিনের প্রস্তুতিমূলক ম্যাচে ব্যাট করতে পারেননি মুরালি বিজয়। তবে ভারতীয় ওপেনার সিরিজের প্রথম টেস্টে ফিরবেন।

এমনটিই নিশ্চিত করেছে টিম ইন্ডিয়ার টিম ম্যানেজমেন্ট।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে তিনদিনের ম্যাচটি শুরু হয়। প্রথমে ব্যাট করতে নেমে ৩৫১ রানে অলআউট হয় ভারত। ছয় উইকেটে ৩১৪ রান নিয়ে প্রথম দিন শেষ করে সফরকারীরা। শুক্রবার দ্বিতীয় দিনের ব্যাটিংয়ে নেমে ৩৭ রান যোগ করতেই তারা অলআউট হয়। দলের হয়ে সর্বোচ্চ ১০৯ রান করেন অজিঙ্কা রাহানে।

তরুণ লঙ্কান পেসার কাসুন রাজিথা একাই নেন পাঁচ উইকেট। এমন পারফরম্যান্সে তার জাতীয় দলের দরজাও খুলে যেতে পারে।

দলে থেকেও ইনজুরির কারণে ব্যাটিংয়ে নামেননি বিজয়। তার পরিবর্তে শিখর ধাওয়ানের সঙ্গে ওপেনিংয়ে নামেন লোকেশ রাহুল।

এ রিপোর্ট লেখা অবধি ১০ রান তুলতেই চার উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্টস একাদশ। ভুবনেশ্বর কুমার তিনটি ও ইশান্ত শর্মা একটি উইকেট লাভ করেন।

আগামী ১২-১৬ আগস্ট শ্রীলঙ্কা ও ভারতের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে। গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় খেলা শুরু হবে।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।