ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

আমির ইস্যুতে পিছু হটলো পিসিবি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৫
আমির ইস্যুতে পিছু হটলো পিসিবি ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তান ক্রিকেট বোর্ড, পিসিবি নিষেধাজ্ঞা কাটানো পেসার মোহাম্মদ আমিরকে দেশের জার্সি গায়ে খেলার সুযোগ দেওয়া থেকে আপাতত পিছু হটেছে। জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন সিরিজে দলে রাখতে চাইলেও পিসিবি নতুন সিদ্ধান্ত নিয়েছে, তাকে এতো শিগগিরি জাতীয় দলের স্কোয়াডে ঠাঁই দেওয়া হবেনা।



আন্তর্জাতিক ক্রিকেট থেকে ম্যাচ পাতানোর অভিযোগে নিষেধাজ্ঞা উঠছে আমিরের। চলতি মাসে জিম্বাবুয়ে সফরে পাকিস্তান জাতীয় দলে দেখা যেতে পারে আমিরকে, এমনটি নিশ্চিত করেছিল পিসিবি। তবে, ২৪ আগস্ট থেকে শুরু হতে যাওয়া জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে পাকিস্তান দলে জায়গা হচ্ছেনা আমিরের।

এক বিবৃতিতে পিসিবি জানায়, ঘরোয়া ক্রিকেটে আমির ভালো করছেন। আন্তর্জাতিক ক্রিকেটে তার নিষেধাজ্ঞা উঠে গেলে তিনি যদি তার ফর্ম ধরে রাখতে পারেন, তাহলে জাতীয় দলে তার ফেরা পুনর্বিবেচনা করা হবে। আমরা চাই আমিরকে আসন্ন জিম্বাবুয়ে সিরিজে না খেলিয়ে অক্টোবরে জাতীয় দলের হয়ে সুযোগ করে দিতে।

সম্প্রতি পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে ফেরা আমির এ মৌসুমে অসাধারণ বোলিং করেছেন।

প্রতিভাবান পেসার প্রসঙ্গে বিবৃতিতে আরও বলা হয়, অক্টোবর-নভেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের সফর রয়েছে। ৫ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা আমিরকে সে সফরের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার সুযোগ করে দেওয়া হবে। তবে, তার আগে ঘরোয়া ক্রিকেটে এবং পাকিস্তানের ‘এ’ দলে আমিরকে ভালো পারফর্ম করে দেখাতে হবে। এছাড়া সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া ‘কায়েদ-এ-আজম’ ট্রফিতে তাকে নিজের সেরাটা দেখাতে হবে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ০৭ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।