ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

সেনাবাহিনীর এলিট প্যারা ব্রিগেডে ধোনি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৫
সেনাবাহিনীর এলিট প্যারা ব্রিগেডে ধোনি ছবি: সংগৃহীত

ঢাকা: সেনাবাহিনীর এলিট প্যারা ব্রিগেডের ট্রেনিং করছেন ভারতের ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সেনাবাহিনীর সম্মানসূচক (অবৈতনিক) লেফটেনেন্ট কর্নেল হিসেবে আগ্রায় দুই সপ্তাহের এই প্রাথমিক প্রশিক্ষণে যোগ দিয়েছেন তিনি।



সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানানো ধোনি দেশটির সেনা কর্তৃপক্ষের কাছে প্রশিক্ষণ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।   প্রশিক্ষণ শেষে তিনি পাঁচবার প্যারাস্যুট থেকে ঝাঁপ দেবেন।

৫ আগস্ট আগ্রায় প্রতিষ্ঠিত প্যারা ট্রেনিং স্কুলের প্যারা জাম্পের প্রাথমিক প্রশিক্ষণে যোগ দেন ধোনি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সিতানশু কর এ বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১১ সালে ধোনিকে সেনাবাহিনীর প্যারাস্যুট রেজিমেন্টের সম্মানসূচক লেফটেনেন্ট কর্নেলের পদমর্যাদা দেওয়া হয়। ক্রীড়াক্ষেত্রে অবদান ও সেনাবাহিনীর নানা কর্মসূচীতে অংশ নেওয়ার জন্য তাকে ওই মর্যাদা দেওয়া হয়েছিল।

সে বছর লেফটেনেন্ট কর্নেল মর্যাদা পেয়ে ধোনি বলেছিলেন, ছোটবেলা থেকেই সেনাবাহিনীর হয়ে কাজ করার স্বপ্ন দেখতাম। সেনাবাহিনীর পোশাক পড়তে পেরে আমার স্বপ্ন পূরণ হয়েছে। ক্রিকেটকে একেবারে বিদায় জানানোর পর আমি সক্রিয়ভাবে সেনাবাহিনীর প্রতি কর্তব্য পালন করতে চেষ্টা করব।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ০৭ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।