ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

স্টার্কের ৬, ইংলিশদের ইনিংস ঘোষণা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৫
স্টার্কের ৬, ইংলিশদের ইনিংস ঘোষণা ছবি: সংগৃহীত

ঢাকা: ট্রেন্টব্রিজে চতুর্থ টেস্টের দ্বিতীয় দিন ৩৩১ রানে এগিয়ে থেকে প্রথম ইনিংস ঘোষণা করেছে স্বাগতিক ইংল্যান্ড। ৯ উইকেট হারিয়ে ৩৯১ রান সংগ্রহ করে ইংলিশরা।

তবে, মিচেল স্টার্ক দারুণ গতিতে বল করে তুলে নেন ইংলিশদের ৬টি উইকেট।

অ্যাশেজের চতুর্থ ম্যাচের প্রথম ইনিংসে মাত্র ৬০ রানে অস্ট্রেলিয়াকে গুটিয়ে দিয়ে ইংল্যান্ড প্রথম দিন শেষে ৪ উইকেট হারিয়ে ২৭৪ রান সংগ্রহ করে। ফলে, ২১৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দিন শুরু করে স্বাগতিকরা। স্টুয়ার্ট ব্রডের ইতিহাস সৃষ্টি করার পর ব্যাট হাতে শতক হাঁকিয়ে দলকে বড় লিড পাইয়ে দেন ইংলিশ ব্যাটসম্যান জো রুট।

মাইকেল ক্লার্ক বাহিনীকে গুটিয়ে দিতে প্রথম দিন প্রথম সেশনে মাত্র ১৮.৩ ওভার বল করতে হয় ইংল্যান্ডকে। নটিংহামের এ ম্যাচে অজিদের কুপোকাত করতে একাই ৮টি উইকেট তুলে নেন ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড।

ব্রডের ঝড়ে মাইকেল ক্লার্ক (১০) আর মিচেল জনসন (১৩) ছাড়া আর কোনো অজি ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেন নি। সর্বোচ্চ ১৪ রান এসেছে অতিরিক্ত খাত থেকে।

প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে জো রুট ১৩০ রান করেন। ১৯টি চার আর একটি ছক্কায় ১৭৬ বল মোকাবেলা করে রুট তার ইনিংসটি সাজান। এছাড়া পাঁচ নম্বরে ব্যাটিংয়ে আসা বেয়ারস্টো ১০৫ বল মোকাবেলা করে ১২টি চারের সাহায্যে করেন ৭৪ রান। স্বাগতিকদের হয়ে দলপতি অ্যালিস্টার কুক করেন ৪৩, মঈন আলি ৩৮ রান করেন।

প্রথম ইনিংসে স্টুয়ার্ট ব্রড ৯.৩ ওভার বল করে ১৫ রান খরচায় নেন ৮টি উইকেট। অপরদিকে অজিদের হয়ে ২৭ ওভার বল করে ১১১ রান খরচায় ৬টি উইকেট নেন মিচেল স্টার্ক।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ০৭ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।