ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

দ্বিতীয় ইনিংসে ১৮০ রানেই গুটিয়ে গেল ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৫
দ্বিতীয় ইনিংসে ১৮০ রানেই গুটিয়ে গেল ভারত ছবি: সংগৃহীত

ঢাকা: শ্রীলঙ্কা সফরের প্রস্তুতি ম্যাচে দেশটির বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে মাত্র ১৮০ রানে দ্বিতীয় ইনিংসে গুটিয়ে গেল ভারত। তবে, স্বাগতিক দলটির বিপক্ষে তিনদিনের এ ম্যাচে ৪১০ রানের লিড নিয়েছে টিম ইন্ডিয়া।



প্রথম ইনিংসে ৩৫১ রানে অলআউট হওয়া বিরাট কোহলির দল ১২১ রানে অলআউট করে লাহিরু থিরিমান্নের নেতৃত্বে থাকা দলটিকে। ফলে, ২৩০ রানের বড় লিড পায় টিম ইন্ডিয়া। আর দলকে লিড পাইয়ে দিতে বড় ভূমিকা রাখেন ভারতের পেস তারকা ইশান্ত শর্মা। প্রথম স্পেলের প্রথম ২১ বলেই লঙ্কানদের ৫ উইকেট তুলে নেন তিনি।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে আবারো ব্যর্থ হন প্রথম ইনিংসে চার নম্বরে ব্যাটিংয়ে নেমে ৮ রান করা ভারতের দলপতি বিরাট কোহলি। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে ওপেনিং করতে আসা কোহলি একটি চারে মাত্র ১৮ রান করেন। আরেক ওপেনার রোহিত শর্মা করেন মাত্র ৮ রান। প্রথম ইনিংসে তার ব্যাট থেকে এসেছিল মাত্র ৭ রান।

দ্বিতীয় ইনিংসে চেতস্বর পুজারা ৩১ ও লোকেশ রাহুল ৪৭ রান করে রিটায়ার্ড আউট হন। শেষ দিকে ভুবনেশ্বর কুমার ৩৭ রান করলে বড় লিড নেয় ভারত।

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, ০৮ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।