ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

ওয়াসিমের ঘটনায় একজনকে গ্রেফতার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৫
ওয়াসিমের ঘটনায় একজনকে গ্রেফতার

ঢাকা: পাকিস্তানের করাচির ব্যস্ত সড়কে দেশটির কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামের গাড়ি লক্ষ্য করে গুলি চালানো মুখোশধারী সন্ত্রাসীদের একজনকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির পুলিশ কর্তৃপক্ষ।

করাচির ইস্ট-জোনের ডিআইজি মুনির আহমেদ শেখ জানান, ওয়াসিমের ঘটনার তদন্তে নেমে আমরা একজনকে গ্রেফতার করেছি।

ধারণা করা হচ্ছে গ্রেফতার করা ব্যক্তি ওয়াসিমের গাড়িকে লক্ষ্য করে আঘাত করেছিল।

সে ঘটনায় সন্ত্রাসীদের এলোপাথারি গুলিতেও অক্ষত থাকেন ওয়াসিম। করাচি স্টেডিয়ামের বাইরে এ ঘটনা ঘটে। সে সময় গাড়িতে ওয়াসিমের সঙ্গে ছিলেন তার সাংবাদিক বন্ধু। ঘটনার পর ‘কিং অব সুলতান’ খ্যাত ওয়াসিম নিজেই ফোন করে পুলিশি সাহায্য চেয়েছিলেন। সে সময় তিনি গুলিবর্ষণকারী সন্ত্রাসীদের ব্যবহৃত গাড়ির নম্বরটি টুকে রেখে পুলিশকে দেন। তবে, সেটি ছিল ভুল নম্বর। কিন্তু প্রত্যক্ষদর্শীদের জবানবন্দী আর সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ একজনকে গ্রেফতার করেছে।

ওয়াসিম ঘটনার দিন পুলিশকে জানান, আনুমানিক পঞ্চাশ বছরের এক ব্যক্তিকে তিনি দেখেছেন গুলি ছুঁড়তে। প্রত্যক্ষদর্শীরা জানান, এর আগেই ঘটনাস্থলে একজন তাদের ব্যবহৃত গাড়ি দিয়ে ওয়াসিমের গাড়িকে আঘাত করে।

৪৯ বছর বয়সী ওয়াসিম করাচির জাতীয় স্টেডিয়ামে পাকিস্তানের উদীয়মান ১২ জন পেসারকে প্রশিক্ষণ দিতে যাওয়ার পথে এ ঘটনার মুখে পড়েন।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ০৮ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।