ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

নতুনদের সুযোগ দেওয়ার কথা বললেন সালমা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৫
নতুনদের সুযোগ দেওয়ার কথা বললেন সালমা ছবি: সংগৃহীত

ঢাকা: মহিলা ক্রিকেট দলের প্রাথমিক ক্যাম্পে ডাক পাওয়া ২৬ জনের স্কোয়াডের মধ্যে নতুন ক্রিকেটার ৮ জন। দলের ‍অধিনায়ক সালমা খাতুন নতুনদের আগমনকে ইতিবাচকভাবেই দেখছেন।

চাইছেন মূল দলে জায়গা করে নিক নতুন কিছু ক্রিকেটার।

শনিবার (০৮ আগস্ট) মিরপুরের ইনডোরে ফিটনেস অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সালমা খাতুন। দলে নতুন ক্রিকেটারদের আধিক্য নিয়ে সালমা বলেন, ‘আগে আমাদের কোনো প্রতিদ্বন্দ্বী ছিলনা। এবার অনেকগুলো নতুন মেয়ে উঠে এসেছে। তারা অবশ্যই ভালো করেছে বলেই এখানে এসেছে। আমার মনে হয় পুরোনোদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সক্ষমতা তাদের আছে। সেটা প্রমাণ করতে পারলে মূল দলে তারা জায়গা করে নিতে পারবে। ’

দলে আসা নতুন ক্রিকেটারদের প্রসঙ্গে সালমা বলেন, ‘নতুনদের নেওয়া উচিত,  সবময় তো আমরা থাকবো না। আমরা থাকাকালীন নতুন মেয়েরা আসলে তারা অনেক কিছু শিখতে পারবে। সিনিয়রদের সঙ্গে খেলে তারা অভিজ্ঞতা অর্জন করতে পারবে।

সালমা আরো যোগ করেন, ‘শুধু ফিটনেস দেখলেই হবে না। আমি মনে করি, নতুন মেয়েদের যদি দলে জায়গা করে নিতে হয় প্র্যাকটিস ম্যাচগুলোতে পারফরম্যান্স দেখাতে হবে। সেটা পারলে তখন কোচ, ম্যানেজমেন্ট বুঝতে ‍পারবে তাকে দলে নেওয়া যাবে কি না। কিংবা কোনো সিরিজে আসলে তাকে খেলানো যাবে কিনা। আমি যে দলে থাকবো তা কিন্তু শতভাগ নিশ্চিত নয়। অনেক প্রতিদ্বন্দ্বী এসেছে, তাই আমাকেও পারফর্ম করতে হবে। আগের একাদশের মধ্যে থেকে কিন্তু দুইজন দলের বাইরে চলে গেছে। তাই নতুন দুই জন আমাদের নিতে হবে। সে জায়গা পূরণ করতে হলে যারা আসছে তাদের ‍আরো ভালো পারফরম্যান্স করতে হবে। ’

আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রস্ততি নিয়ে সালমা খাতুন বলেন, ‘আমাদের হাতে প্রায় দুই মাস সময় আছে। এখন আমরা ফিটনেস নিয়ে কাজ করছি। ক্যাম্পে হয়তো ব্যাটিং-বোলিং করবো। যেহেতু হাতে পর্যাপ্ত সময় আছে সেহেতু দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে আমরা পুরোপুরি প্রস্তুত থাকতে পারবো। ’

বাংলাদেশি ক্রিকেটারদের ফিটনেস নিয়ে বিশ্বসেরা এ অলরাউন্ডার বলেন, ‘ফিটনেস লেভেলে বিশ্বের বড় দলগুলো হয়তো ২০, আমরা ১৮। আমরা যদি ক্যাম্প ‍চালিয়ে  যাই তাহলে সেটা ২০:১৯ এ চলে আসবে। আমার মনে হয় না ওদের থেকে আমাদের খুব বেশি পার্থক্য। ’

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ০৮ আগস্ট ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।