ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

ছাই অস্ট্রেলিয়া, অ্যাশেজ ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৫
ছাই অস্ট্রেলিয়া, অ্যাশেজ ইংল্যান্ডের ছবি: সংগৃহীত

ঢাকা: অস্ট্রেলিয়াকে ‘ছাই’ করে উড়িয়ে দিয়ে এক ম্যাচ হাতে রেখেই মর্যাদাপূর্ণ অ্যাশেজ টেস্ট সিরিজ জিতে নিলো ইংল্যান্ড। প্রথম ও তৃতীয় টেস্ট জিতে নেওয়ার পর ট্রেন্টব্রিজ টেস্ট শেষেও শেষ হাসি হাসলো ইংলিশরা।



স্বাগতিকরা অজিদের সঙ্গে আড়াই দিনেরও কম সময় খেলে ইনিংস ও ৭৮ রানের বিশাল জয় তুলে নিয়েছে। চতুর্থ টেস্টের ফয়সালা হয়ে যাওয়ায় এক আসর পর অ্যাশেজের মুকুট ফিরে পেল অ্যালিস্টার কুক বাহিনী।

স্কোর: অস্ট্রেলিয়া ৬০ ও ২৫৩ (৭২.৪ ওভার)
ইংল্যান্ড ৩৯১/৯ ডিক্লে.
ফল: ইংল্যান্ড ইনিংস ও ৭৮ রানে জয়ী।

সিরিজ নির্ধারণী এ ম্যাচের ফলাফল মূলত প্রথম দিনের প্রথমার্ধেই ইংল্যান্ডের দিকে হেলে যায়। এক স্টুয়ার্ট ব্রডই ওয়ানডে বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ার ‘সেরা’ ব্যাটিং লাইনআপকে তছনছ করে দিয়ে ম্যাচের গতি নির্ধারণ করে ফেলেন। ক্যারিয়ার সেরা ১৫ রানে আট উইকেট তুলে নিয়ে ইংলিশ স্পিডস্টার প্রথম ইনিংসে সফরকারীদের ধসিয়ে দেন মাত্র ৬০ রানে।

অজিদের স্বল্প সংগ্রহের জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে জো রুটের ঝলমলে সেঞ্চুরির সুবাদে ৩৯১ রানে হতেই ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। রুটের নবম টেস্ট শতকে স্বাগতিকদের লিড দাঁড়ায় ৩৩১ রান। এগিয়ে যাওয়া তো দূরের কথা, কেবল এই লিড তাড়া করতে নেমেই আগের ইনিংসের চিত্র দেখা যায় অজিদের দ্বিতীয় বারের ব্যাটিংয়ে। দ্বিতীয় দিন শেষে মাত্র ২৪১ রান করতেই তারা খুইয়ে ফেলে সাতটি উইকেট।

ধুঁকতে থাকা অস্ট্রেলিয়া তৃতীয় দিন আর কোনো নতুন গল্প রচনার স্বপ্ন দেখতে পারেনি। আগের দিনে পাঁচ উইকেট পাওয়া বেন স্টোকস এ দিনের শুরুতেই তুলে নেন মিচেল স্টার্কের উইকেট। আর মার্ক উড অজি লোয়ার অর্ডার নাথান লিওন ও জস হ্যাজেলউডের উইকেট তুলে নিলে আনন্দ উৎসব শুরু হয় ইংলিশ শিবিরে। অজিদের প্রথম ইনিংসে সর্বোচ্চ রান (১৪) মিস্টার এক্সট্রা করলেও (অতিরিক্ত খাত) দ্বিতীয় ইনিংসে ৫১ রান করে অপরাজিত থাকেন অ্যাডাম ভোজাস।

দুরন্ত বোলিংয়ে আড়াই দিনেরও কম সময়ে দলকে বিশাল জয় উপহার দেওয়ার রূপকার হিসেবে অ্যাশেজের এবারের আসরের মুকুট নির্ধারণী ম্যাচের নায়ক হয়েছেন ব্রড।
 
বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৫
এমএমএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।