ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

চার মাস পর মায়ের কোলে মুস্তাফিজ

শেখ তানজির আহমেদ, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৫
চার মাস পর মায়ের কোলে মুস্তাফিজ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কালীগঞ্জ, সাতক্ষীরা থেকে: দীর্ঘ চার মাস পর মায়ের কোলে ফিরলেন ক্রিকেটের নতুন বিস্ময় মুস্তাফিজুর রহমান। তার মা জানেন ছেলে এখন শুধু তার নেই, গোটা দেশের মানুষের সম্পদ।

তাই ঘরে ফিরে মাকে জড়িয়ে ধরে যেন নতুন করে আদর মাখতে হচ্ছে মুস্তাফিজকে।

শনিবার (৮ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে সাতক্ষীরার কালীগঞ্জ থানার তারালি ইউনিয়নের তেতুলিয়ার নিজ গ্রামের মাটি ছুঁলেন তিনি।
mustafijur
যশোর থেকে সাতক্ষীরা শহর, পারুলিয়া, নলতা হাদিপুরের অভ্যর্থনা, আতিথিয়েত‍ার পর কালীগঞ্জ সদরে এসে পৌঁছালে মুস্তাফিজকে ফুল দিয়ে বরণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ ফারুখ আহমেদ ও তারালি ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক ছোট।

উপজেলা সদর থেকে আরও কয়েক কিলোমিটার দূরে তার বাড়ি। যশোর বিমানবন্দর থেকে ঘণ্টা তিনেকের রাস্তা হলেও সব শ্রেণীর মানুষের ভালোবাসা, অভ্যর্থনা, শুভেচ্ছায় সিক্ত হয়ে বাড়ি পৌঁছাতে লেগে গেছে পাঁচ ঘণ্টার বেশি। সঙ্গে ছিলো প্রায় দুশো মানুষের গাড়ি বহর।
mustafijur
মুস্তাফিজ বাড়ি পৌঁছালে তৈরি হয় এক আবেগঘন পরিবেশের। বাসায় ঢুকেই মা-বাবাকে পা ‍ছুঁয়ে সালাম করেন। মা-বাবাও এসময় জড়িয়ে ধরে আদর করে দেন তাদের নাড়ি ছেঁড়া ধনকে। মিষ্টি খাইয়ে মাথায় হাত বুলিয়ে করেন আশীর্বাদ।

পৌঁছানোর আগেই মুস্তফিজের বাড়িতে অপেক্ষা করছিলো কয়েকশো মানুষ। পৌঁছানোর পর এই ভিড় বাড়তে থাকে আরও। চারদিকে শুধু যেন আনন্দ আর উৎসবের আমেজ। তার ভাইয়েরা যাকে বলছেন ‘ঈদ আনন্দ’।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৫
এএ

** মিষ্টি খাইয়ে, বাজি ফুটিয়ে এলাকার ছেলেকে বরণ
** সাতক্ষীরায় আতিথেয়তা শেষে নলতায় মুস্তাফিজ
** যশোরেও ‘লাজুক’ মুস্তাফিজ
** বিশাল বহর নিয়ে বাড়ির পথে কাটার রাজা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।