ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

টেস্ট ব্যাটিংয়ের শীর্ষে রুট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৫
টেস্ট ব্যাটিংয়ের শীর্ষে রুট ছবি: সংগৃহীত

ঢাকা: ট্রেন্ট ব্রিজ টেস্টে অসাধারণ পারফরম্যান্স করে টেস্ট ব্যাটিং ৠাংকিংয়ে শীর্ষে উঠে এলেন জো রুট। অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ টেস্টে জিতে অ্যাশেজ সিরিজে ৩-১ ব্যবধানে সিরিজ জিতলো ইংল্যান্ড।



রুট এর আগে তালিকার তিন নম্বর পজিশনে ছিলেন। এবার ডানহাতি এ ব্যাটসম্যান আগের শীর্ষে থাকা অজি ব্যাটসম্যান স্টিভেন স্মিথের সঙ্গে জায়গা বদল করলেন। তবে দুই নম্বরে থাকা এবি ডি ভিলিয়ার্স আগের জায়গা ধরে রেখেছেন।

এদিকে বোলিং র‌্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা পারফরম্যান্স করে তিন ধাপা এগিয়ে ২ নম্বরে পৌঁছালেন স্টুয়ার্ট ব্রড। অজিদের প্রথম ইনিংসে ধস নামানো ব্রড মাত্র ১৫ রানে নিয়েছেন আটটি উইকেট।

আর এরই মধ্যে ব্রড পেছনে ফেলেছেন পাকিস্তানের লেগ স্পিনার ইয়াসির শাহ, নিউজিল্যান্ডের ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট ও স্বদেশী জেমস অ্যান্ডারসনকে। ডানহাতি এ বোলারের ওপরে এখন আছে দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন।

ব্যাটিং র‌্যাংকিং
জো রুট, এবি ডি ভিলিয়ার্স, স্টিভেন স্মিথ, হাশিম আমলা, কুমার সাঙ্গাকারা, অ্যাঞ্জেলো ম্যাথুস, ইউনিস খান, কেন উইলিয়ামসন, ক্রিস রজার্স ও বিরাট কোহলি।

বোলিং র‌্যাংকিং
ডেল স্টেইন, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন, ট্রেন্ট বোল্ট, ইয়াসির শাহ, ভারনন ফিল্যান্ডার, মিচেল জনসন, রঙ্গনা হেরাথ, টিম সাউদি ও মরনে মরকেল।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।