ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

অটোমোবাইল কোম্পানীর শো-রুম উদ্বোধন করলেন সাকিব

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৫
অটোমোবাইল কোম্পানীর শো-রুম উদ্বোধন করলেন সাকিব ছবি: সংগৃহীত

ঢাকা: অটোমোবাইল কোম্পানী ‘রানার’ এর শো-রুম উদ্বোধন করেছেন সাকিব আল হাসান। সোমবার (০৯ আগস্ট) সকালে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় রানারের পঞ্চম শো-রুমটি উদ্বোধন করেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।



ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দুই বছর ধরে কোম্পানীটির সঙ্গে যুক্ত সাকিব।

দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষ হলেও ব্যস্ত সময় কাটাচ্ছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। বিভিন্ন কোম্পানীর সঙ্গে চুক্তির অংশ হিসেবে নানা ধরণের কর্মসূচীতে অংশ নেওয়া সাকিব সব ব্যস্ততাকে বিদায় জানিয়ে  সোমবার (১০ আগস্ট) স্ত্রী-সহ আমেরিকা যাচ্ছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সাকিব বলেন, ব্র্যান্ড এ্যাম্বাসেডর হিসেবে এ প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত আছি। সুনামের সঙ্গে প্রতিষ্ঠানটি পণ্য উৎপাদন করে বিদেশে রপ্তানি করছে। আমি এর পরিধি আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদী। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানার গ্রুপের চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন, ব্যবস্থাপনা পরিচালক শফিকুজ্জামান।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ০৯ আগস্ট ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।