ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

৩৭ রানে আমিনুল-রাজ্জাক-গাজীদের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৫
৩৭ রানে আমিনুল-রাজ্জাক-গাজীদের জয় ছবি: সংগৃহীত

ঢাকা: নেপালের ভূমিকম্প ক্ষতিগ্রস্থ মানুষের সহায়তায় আয়োজিত চ্যারিটি ম্যাচে নেপাল জাতীয় দলের মুখোমুখি হয় বিশ্ব একাদশ। মালয়েশিয়ার কিনারার ওভালে শ্রীলঙ্কান কিংবদন্তি সনথ জয়সুরিয়ার নেতৃত্বে বিশ্ব একাদশ ৩৭ রানে জয় লাভ করে।



এ ম্যাচে বাংলাদেশের হয়ে খেলেন তিনজন ক্রিকেটার। তারা হলেন সাবেক টাইগার অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল, বর্তমান ক্রিকেটার আব্দুর রাজ্জাক ও সোহাগ গাজী।

আগে ব্যাটিং করে বিশ্ব একাদশ ১৯.৪ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করেছিল।

১৩৬ রানের জবাবে খেলতে নেমে নেপাল জাতীয় দল নির্ধারিত ওভারের চার বল বাকী থাকতে ৯৮ রানে সবক’টি উইকেট হারায়। বিশ্ব একাদশের বোলাদের দাপুটে বোলিংয়ে নেপালের কোন ব্যাটসম্যান ১৭ রানের বেশি করতে পারেননি। বিশ্ব একাদশের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট পান সুরেস নাভারান্থাম।

তবে ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন বাংলাদেশের স্পিনার আব্দুর রাজ্জাক। তিনি চার ওভার বোলিং করে এক মেডেনসহ ১১ রানে দুটি উইকেট তুলে নিয়েছেন। অন্যদিকে সমান দুটি উইকেট পান জয়সুরিয়া। আর আরেক টাইগার বোলার সোহাগ গাজী এক ওভারে ১৫ রানের বিনিময়ে একটি উইকেট পান।

এর আগে টি-টোয়েন্টি ফরম্যাটের এ ম্যাচে টসে জেতা বিশ্ব একাদশের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেন অস্ট্রেলিয়ার মার্কাস স্টোইনিস। ম্যাচ সেরার পুরস্কারটিও ওঠে এ তরুণের হাতে। রাজ্জাক দুটি ছক্কায় ১৬ রান করে অপরাজিত ছিলেন।

ছয় নম্বরে নেমে বুলবুল ২ রান করেন। আর গাজী ৩ রান করেন। ব্যাটিং উদ্বোধনে এসে জয়সুরিয়ার ব্যাট থেকে আসে ৬ রান।

বিশ্ব একাদশের দলটি মূলত গঠন করা হয়েছে সাবেক ও বর্তমান ক্রিকেটারদের নিয়ে। এই দলে আরো ছিলেন পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক রশিদ লতিফ ও অস্ট্রেলিয়ান স্পিনার স্টিভ ও’কিফ।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।