ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

নতুন সাকিব-মুশফিকের খোঁজে এইচপি’র কার্যক্রম

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৫
নতুন সাকিব-মুশফিকের খোঁজে এইচপি’র কার্যক্রম ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গেল ৩১ মে আনুষ্ঠানিকভাবে হাই-পারফরম্যান্স (এইচপি) ইউনিটের ক্যাম্প শুরু করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের প্রতিভাবান ক্রিকেটারদের নিবিঢ় পর্যবেক্ষণের আওতায় রাখতে চার মাসের কর্মসূচির প্রায় দেড় মাস অতিবাহিত হয়েছে।

  হেড কোচ ম্যাল লয়ে’র অধীনে মিরপুরের একাডেমিতে চলছে আবাসিক কার্যক্রম।

এইচপি ক্যাম্পে থাকা তরুণ ক্রিকেটাররা বাংলানিউজকে বলেন, ‘এই কার্যক্রমটা আমাদের ভালো মানের ক্রিকেটার হয়ে উঠতে সাহায্য করছে। প্রতিদিনই নতুন ‍কিছু শিখছি ‌আমরা। এর আগে অনেকগুলো প্র্যাকটিস ম্যাচ খেলেছি। আশা রাখি, বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) এই কার্যক্রমের উন্নতি সবার চোখে পড়বে। ’

হাই পারফরম্যান্স প্রোগ্রামের মহাব্যবস্থাপক হিসেবে আছেন স্টুয়ার্ট কার্পিনেন। কোচিং পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন পল টেরি। স্থানীয় কোচদের মধ্যে রয়েছেন সারোয়ার ইমরান, এহসান, ওয়াহিদুল হক গনি ও গোলাম মুর্তজা।

উল্লেখ্য, এর আগে রিচার্ড ম্যাকিন্সের তত্ত্বাবধানে ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত  হাই-পারফরম্যান্স (এইচপি) ইউনিটের কার্যক্রম হয়। এর ফলে সাকিব-মুশফিকদের মতো বিশ্বমানের তারকা ক্রিকেটার পায় বাংলাদেশ। কিন্তু ২০০৭ সালের পর বন্ধ হয়ে যায় এই কার্যক্রম। নতুন করে প্রয়োজনীয়তা অনুভব করায় নতুন কাঠামোতে শুরু হয় এইচপি’র এ কার্যক্রম।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ০৯ আগস্ট ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।