ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

টি-টোয়েন্টি সিরিজও নিউজিল্যান্ডের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৫
টি-টোয়েন্টি সিরিজও নিউজিল্যান্ডের ছবি: সংগৃহীত

ঢাকা: জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজও জিতল নিউজিল্যান্ড। হারারেতে ৮০ রানের দাপুটে জয় পায় কিউইরা।

এর আগে তিন ম্যাচের ওডিআই সিরিজে ১-০ তে পিছিয়ে থেকেও পরের দুই ম্যাচে ঘুরে দাঁড়ায় সফরকারীরা।

একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে প্রতিন্দ্বন্দ্বিতাই গড়তে পারেনি জিম্বাবুইয়ানরা। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ে নামাটাই কাল হয়ে দাঁড়ায়। জিম্বাবুয়েকে ১৯৯ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য বেধে দেয় ব্ল্যাক ক্যাপসরা।

বিশাল টার্গেটে খেলতে নেমে আট উইকেট হারিয়ে মাত্র ১১৮ রান করতে সমর্থ হয় স্বাগতিকরা। দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন ক্রেইগ এরভাইন।

কিউইদের হয়ে অ্যাডাম মিলনি ও মিচেল ম্যাকক্লেনাগান দুটি করে উইকেট দখল করেন। জেমস নিসাম, নাথান ম্যাককালাম, ইশ শোধি ও গ্রান্ট এলিয়ট একটি করে উইকেট লাভ করেন।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে পাঁচ উইকেট হারিয়ে ১৯৮ রান সংগ্রহ করে কিউইরা। দলের হয়ে অভিষেক ম্যাচেই অালো ছড়ান জর্জ ওয়ার্কার। ২৫ বছর বয়সী এ বাঁহাতি ব্যাটসম্যান ৩৮ বলে ৬২ রানের ঝড়ো ইনিংস উপহার দেন। তিনটি চারের সঙ্গে চারটি ছক্কা হাঁকান। ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক ম্যাচেই তার হাতে ম্যাচ সেরার পুরস্কার উঠে।

এছাড়াও ওপেনার মার্টিন গাপটিল ৩৩, কেন উইলিয়ামসন ২০ ও লুক রঞ্চি ২৯ রান করেন। কলিন মুনরো ২৩ ও নাথান ম্যাককালাম ১৮ রানে অপরাজিত থাকেন।

জিম্বাবুয়ের হয়ে বাঁহাতি স্পিনার সিন উইলিয়ামস তিনটি উইকেট লাভ করেন। তাওরি মুজারাবানি ও গ্রায়েম ক্রেমার একটি করে উইকেট নেন।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।