ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

নিউজিল্যান্ডের প্রবীণতম ক্রিকেটারের মৃত্যু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
নিউজিল্যান্ডের প্রবীণতম ক্রিকেটারের মৃত্যু ছবি: সংগৃহীত

ঢাকা: নিউজিল্যান্ডের প্রবীণতম সাবেক টেস্ট ক্রিকেটার ট্রেভর বার্বার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

জীবিত থাকা অবস্থায় এ ডানহাতি ব্যাটসম্যান ছিলেন কিউইদের সবচেয়ে বয়স্ক টেস্ট ক্রিকেটার।

ক্যারিয়ারে একটি টেস্ট ম্যাচই খেলেন বার্বার। বাঁহাতি ব্যাটসম্যান বার্ট সাটক্লিফ অসুস্থ থাক‍াতেই ত্রিশ বছর বয়সে জাতীয় দলে তার অভিষেক ঘটে। কিন্তু পারফরম্যান্স ভালো না হওয়ায় পরবর্তীতে আর ডাক পাননি।

ওয়েলিংটনে ১৯৫৬ সালের ম্যাচটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ইনিংস মিলে মাত্র ১৭ রান করেন বার্বার। ফিল্ডিংয়ে প্রথম ইনিংসে কিংবদন্তি ক্যারিবীয় ব্যাটসম্যান গ্যারি সোবার্সের ক্যাচটি তালুবন্দি করেন। অবশ্য, ৯ উইকেটের দাপুটে জয়ে চার ম্যাচের টেস্ট সিরিজটি ৩-০ ব্যবধানে জিতে নেয় সফরকারীরা। আর ঘরের মাঠে চতুর্থ ও শেষ টেস্টে সান্ত্বনার জয় পায় স্বাগতিকরা।

জাতীয় দলে নিয়মিত না হলেও প্রথম শ্রেণীর ক্রিকেটে উজ্জ্বল ছিলেন বার্বার। তার নেতৃত্বে ১৯৫৬-৫৭ মৌসুমে প্লাঙ্কেট শিল্ডের শিরোপা ঘরে তোলে ওয়েলিংটন।

বার্বারের মৃত্যুতে কিউইদের সবচেয়ে বয়স্ক টেস্ট ক্রিকেটার এখন জন রেইড। ৮৭ বছর বয়সী এ কিংবদন্তি অলরাউন্ডার ব্ল্যাক ক্যাপসদের হয়ে ৩৪টি টেস্টে নেতৃত্ব দেন। তিনিই কিউইদের প্রথম অধিনায়ক, যার হাত ধরে হোম ও অ্যাওয়ে সিরিজে প্রথমবার জয়ের দেখা পায় নিউজিল্যান্ড। ১৯৫৬ সালে ওয়েস্ট ইন্ডিজ ও ১৯৬২ সালে দ. আফ্রিকার বিপক্ষে।

উল্লেখ্য, ১৯৩০ সালে ক্রাইস্টচার্চে ইংল্যান্ডের বিপক্ষে কিউইদের টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে।

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।