ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

জিম সেশনে নারী ক্রিকেটাররা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
জিম সেশনে নারী ক্রিকেটাররা ছবি: শোয়েব মিথুন /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নারী ক্রিকেটারদের সময় কাটছে মিরপুর একাডেমীর জিমনেশিয়ামে। সোমবার (১০ আগস্ট) প্রাথমিক স্কোয়াডে থাকা ২৬ ক্রিকেটারই যোগ দিয়েছিলেন জিম সেশনে।

  হেড কোচ চ্যাম্পিকা গামাগে ও ফিটনেস ট্রেনার জাহিদুল ইসলাম খোকনের অধীনে চলে এই জিম সেশন।

টাইগ্রেসদের প্রথম পর্বের ক্যাম্পে মূলত ফিটনেসকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রতিদিনই ইনডোর কিংবা জিমনেশিয়ামে হচ্ছে কঠোর অনুশীলন। এভাবে চলবে ১৬ আগস্ট পর্যন্ত। এরপর ঘোষণা করা হবে চূড়ান্ত স্কোয়াড।

চূড়ান্ত স্কোয়াড নিয়ে দ্বিতীয় পর্বের অনুশীলন শুরু হবে ১৯ আগস্ট।

সোমবার বিকেলে নারী ক্রিকেটারদের এচ্ছিক ব্যাটিং-বোলিং করার সুযোগ থাকলেও অনুশীলন করেননি দলের কোনো ক্রিকেটার।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে অনুশীলন করবে নারী ক্রিকেটাররা, বিকেলে হবে ব্যাট-বলের অনুশীলন। দক্ষিণ আফ্রিকা নারী দলের বাংলাদেশ সফর উপলক্ষে তৈরি হচ্ছেন টাইগ্রেসরা।
Women_cricketer_01
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ১০ আগস্ট ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।