ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

ঝুঁকিতে পাক-ভারত সিরিজ: শাহরিয়ার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
ঝুঁকিতে পাক-ভারত সিরিজ: শাহরিয়ার

ঢাকা: ২০০৮ সালে মুম্বাই হামলার পর অনিয়মিত হয়ে পড়েছে ভারত-পাকিস্তান সিরিজ। সর্বশেষ ২০১২-১৩ সালে সীমিত ওভারের একটি সিরিজ হলেও দু’দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে আগামীতে কোন সিরিজ অনুষ্ঠিত হওয়ার আশা দেখা যাচ্ছে না।



প্রতিদ্বন্দ্বী দেশ দুটির ক্রিকেট লড়াইয়ের ভবিষ্যত অন্ধকার দেখে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান জানিয়েছেন, দু’দেশের মধ্যকার দ্বি-পক্ষীয় লড়াই এখন ‘সত্যিকারের ঝুঁকিতে’। আর এ ব্যাপারে আরো আলোচনা করতে শাহরিয়ার ভারতে যাওয়ার পরিকল্পনা করেছেন।

সাবেক কুটনৈতিক এ কর্মকর্তা জানান, চলতি বছরের ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতে দ্বি-পক্ষীয় সিরিজের ব্যাপারে বিসিসিআই ও সরকারী পর্যায়ে আলোচনা করা হবে।

শাহরিয়ার আরও বলেন, ‘এ সিরিজটি এখন চমর ঝুঁকিতে রয়েছে। তবে আমি ভারতে যাওয়ার পরিকল্পনা করেছি এবং সেখানে গিয়ে সিরিজটির ব্যাপারে তাদের কাছ থেকে পরিষ্কার উত্তর চাইবো। ’

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।