ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

নারী দলের পাকিস্তান সফর

সরকারের দিকে তাকিয়ে বিসিবি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
সরকারের দিকে তাকিয়ে বিসিবি

ঢাকা: বাংলাদেশের একটি ক্রিকেট দলকে পাকিস্তান সফরে নিতে কয়েক বছর ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে এক্ষেত্রে প্রধান বাধা দেশটির নিরাপত্তা ইস্যু।

সে কারণেই পাকিস্তানে নিরাপত্তা পর্যবেক্ষক দল পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অনুমোদন চেয়ে চিঠি দিয়েছে বিসিবি।

পররাষ্ট্র মন্ত্রণালয় অনুমোদন দিলে পাকিস্তান সফরের আগে সেখানে পর্যবেক্ষক দল পাঠাবে বিসিবি। এমনটিই জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ‍সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন জালাল ইউনুস। তিনি জানান, ‘আমরা আমাদের মেয়েদের কোনোভাবেই ঝুঁকির মধ্যে ঠেলে দেব না। নিরাপত্তা পর্যবেক্ষক দলের প্রতিবেদনের ভিত্তিতে সবকিছু চূড়ান্ত করা হবে। এ মাসের মাঝামাঝি সময় নিরাপত্তা পর্যবেক্ষক দল আমরা পাঠাব। যদি সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় অনুমোদন দেয় তাহলেই পাকিস্তানে নিরাপত্তা পর্যবেক্ষক দল যাবে। ’

পিসিবি’র দেওয়া প্রস্তাব অনুযায়ী, আসন্ন পাকিস্তান সফরে বাংলাদেশ মহিলা দলের খেলাগুলো হওয়ার কথা করাচিতে। কিন্তু বিসিবি প্রস্তাব দিয়েছে করাচির পরিবর্তে ম্যাচগুলো লাহোরে আয়োজন করার জন্য। এ প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, ‘আমরা বলেছি, সব ম্যাচই লাহোরে খেলতে চাই। কারণ করাচির  চেয়ে লাহোর আমাদের কাছে বেশি নিরাপদ মনে হয়েছে। এর আগে ছেলেদের পাকিস্তান সফর নিয়ে আলোচনার সময়ও আমরা লাহোরে খেলতে চেয়েছিলাম। ’

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশ নারী ক্রিকেট দলের। আইসিসির ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি) অনুযায়ী সেই সফরে তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ এবং একটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু সালমাবাহিনীর সম্ভাব্য সেই সফরে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি।

সম্প্রতি করাচির জাতীয় স্টেডিয়ামে যাওয়ার পথে পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামের ওপর গুলি চালানোর ঘটনা ঘটে। এর আগে ২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর সন্ত্রাসীদের হামলার পর গত সাত বছরে কোনো আন্তর্জাতিক দল পাকিস্তানে সফর করেনি। তবে চলতি বছর পাকিস্তানে গিয়ে সীমিত ওভারের একটি সিরিজে অংশ নেয় জিম্বাবুয়ে ক্রিকেট দল।

উল্লেখ্য, ২০১২ সালের মার্চ মাসেও বিসিবির একটি প্রতিনিধি দল পাকিস্তানে গিয়েছিল নিরাপত্তা পরিদর্শনে। ওই বছরের এপ্রিলে পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল পুরুষ দলের। কিন্তু পরে আর সফরে যায়নি বাংলাদেশ। এটা নিয়ে দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্পর্কের টানাপোড়েন চলেছে প্রায় বছর দুয়েক। তবে এ বছরের এপ্রিলে বাংলাদেশ সফর করে পাকিস্তান। সিরিজ চলাকালীন সময়েই পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান বাংলাদেশে আসার পর দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্পর্ক আবার উষ্ণ হতে শুরু করে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।