ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

অস্ট্রেলিয়া যাচ্ছেন মুশফিক!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৫
অস্ট্রেলিয়া যাচ্ছেন মুশফিক! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা: আঙ্গুলের ইনজুরিতে এখনও ভুগছেন টাইগারদের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) স্ক্যান রিপোর্ট মেলর্বোন অর্থপেডিক সার্জন গ্রেগ হয়ের কাছে পাঠিয়েছে।

যেকোনো সময় মুশফিককে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে উড়াল দিতে হতে পারে।

সেখানকার সার্জনরা আরো ভালো চিকিৎসার জন্য তাগিদ দিলে বিসিবি ‍মুশফিককে অস্ট্রেলিয়ায় পাঠাতে পারে বলে জানা যায়। কারণ, বোর্ডের সংশ্লিষ্ঠরা চাচ্ছেন মুশফিককে ভবিষ্যতে যাতে কোন রকমের সমস্যায় পড়তে না হয়।

গত পাকিস্তান সফরের পর থেকেই আঙ্গুলের ব্যথায় ভুগছেন মুশফিক। বিশ্বকাপের পরই খুলনায় পাকিস্তান সফরের প্রথম টেস্টে আঙ্গুলে ব্যাথা পান তিনি। আর ইনজুরির কারণে ভারতের বিপক্ষে টেস্টে তার পরিবর্তে লিটন দাশকে উইকেটরক্ষক হিসেবে দেখা যায়।

তবে উইকেটকিপিংকে বিদায় জানাবেন বাংলাদেশের টেস্ট দলের এ অধিনায়ক এমন আশঙ্কাকে দূরে ঠেলে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের পরই আবারো উইকেটের পেছনে গ্লাভস হাতে দেখা যায় তাকে।

এদিকে ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশের ব্যাটিংয়ে আরো ধারাবাহিক হওয়ার জন্য মুশফিকের উইকেটিকিপিং ছেড়ে দেওয়া উচিৎ। কারণ কিপিংয়ের কারণে ব্যাটিংয়ে অনেক বেশি চাপ পড়ে।

তবে এক সাক্ষাতকারে মুশফিক জানিয়েছিলেন, নিজের ব্যাটিং থেকে তিনি কিপিংয়ে অনেক বেশি উপভোগ করেন।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৫
এমএমএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।