ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

সুবিধাজনক অবস্থানে টিম ইন্ডিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৫
সুবিধাজনক অবস্থানে টিম ইন্ডিয়া ছবি : সংগৃহীত

ঢাকা: শ্রীলঙ্কা সফরে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে সুবিধাজনক স্থানে রয়েছে ভারত। সফরকারীরা গল টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিকদের থেকে ১৮৭ রানে এগিয়ে রয়েছে।

হাতে ৮ উইকেট নিয়ে তৃতীয় দিন দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামবে লঙ্কানরা।

স্কোর: শ্রীলঙ্কা: ১৮৩ এবং ৫/২
ভারত: ৩৭৫

প্রথম ইনিংসে রবিচন্দ্রন অশ্বিনের স্পিন জাদুতে ১৮৩ রানেই অলআউট হয়ে যায় পাকিস্তানের বিপক্ষে গত সিরিজে পরাজয় মেনে নেওয়া অ্যাঞ্জেলো ম্যাথিউস বাহিনী। অশ্বিন একাই লঙ্কানদের ৬ ব্যাটসম্যানকে সাজঘরে ফেরত পাঠান। স্বাগতিকদের হয়ে ইনংস সর্বোচ্চ ৬৪ রান আসে দলপতির ব্যাট থেকে। এছাড়া ৫৯ রান আসে দিনেশ চান্দিমালের ব্যাট থেকে।

প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করেনি টিম ইন্ডিয়া। মাত্র ২৮ রানের মাথায় সফরকারীদের দুই ব্যাটসম্যান সাজঘরে ফেরেন। লোকেশ রাহুল আর রোহিত শর্মা ফিরে গেলেও টিম ইন্ডিয়ার ‘ক্যাপ্টেন হট’ খ্যাত বিরাট কোহলি আর ওপেনার শিখর ধাওয়ান দলকে বড় লিড পাইয়ে দেন।

কোহলি আর ধাওয়ানের ব্যাট থেকে আসে ২২৭ রান। বড় এ জুটি গড়ার পথে দু’জনের থেকেই আসে ব্যক্তিগত শতক। ১১টি চারের সাহায্যে ১৯১ বলে ১০৩ রান করেন কোহলি। আর ২৭১ বলে ১৩টি চারের সাহায্যে ১৩৪ রানের ইনিংস খেলেন ধাওয়ান।

এছাড়া ঋদ্ধিমান সাহার ব্যাট থেকে আসে ৬০ রান। ১১৭.৪ ওভার খেলে ভারত অলআউট হওয়ার আগে করে ৩৭৫ রান।

শ্রীলঙ্কার হয়ে ৫ উইকেট লাভ করেন থারিন্ডু কুশল। এছাড়া তিনটি উইকেট দখল করেন নুয়ান প্রদীপ।

১৭২ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেও বিপদে পড়ে লঙ্কানরা। কোনো রান তোলার আগেই সাজঘরে ফেরেন করুনারত্নে। অশ্বিনের বলে বোল্ড হন তিনি। দলীয় ২ রানের মাথায় আরেক ওপেনার কুশল সিলভা অমিত মিশ্রর বলে বোল্ড হয়ে শুন্য রানে বিদায় নেন। দিন শেষে স্বাগতিকদের দুই উইকেট হারিয়ে সংগ্রহ ৫ রান।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ১৩ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।