ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

মাশরাফির নতুন চ্যালেঞ্জ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৫
মাশরাফির নতুন চ্যালেঞ্জ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: গত বছরের নভেম্বর-ডিসেম্বরে জিম্বাবুয়ে সিরিজ থেকে শুরু করে ঘরের মাঠে শেষ আট মাসে  চারটি সিরিজ শেষ করেছে বাংলাদেশ। সবগুলো সিরিজেই সাফল্য পেয়েছে স্বাগতিকরা।

ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-১ এ ওয়ানডে সিরিজ জিতেছে তারা। জিম্বাবুয়ে ও পাকিস্তানকে করেছে হোয়াইটওয়াশ।

বদলে যাওয়া টাইগারদের নেতৃত্বে ছিলেন দেশ সেরা পেসার মাশরাফি বিন মর্তুজা।   সেই মাশরাফির চোখ এখন দেশের বাইরের পারফরম্যান্সে। দেশের মাটিতে সফল এই অধিনায়ক চান বিদেশের মাটিতেও সাফল্যের ধারাকে নিয়ে যেতে। বিদেশের মাটিতে ভালো করাই এখন মাশরাফির আসল চ্যালেঞ্জ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বনানীতে ‘দ্য জাঙ্গল রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে’উদ্বোধন করেন মাশরাফি।

এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন নড়াইল এক্সপ্রেস। তিনি বলেন, ‘বাংলাদেশ প্রমাণ করেছে তারা সেরা দল। তবে সামনে আরও বড় চ্যালেঞ্জ আছে। ঘরের মতো বিদেশে আমাদের ভালো খেলতে হবে। ’

টানা সিরিজ শেষ করে দুই সপ্তাহের ছুটিতে আছেন জাতীয় দলের ক্রিকেটাররা। অনেকেই নিজ পরিবারকে সময় দিতে ছুটে গেছেন যার যার গ্রামের বাড়িতে। কেউ কেউ আবার ফিটনেস ধরে রাখতে ‘হোম অব ক্রিকেট’ মিরপুরে করছেন টুকটাক অনুশীলন।   অস্ট্রেলিয়া সিরিজের জন্য পুরো দল অনুশীলন ক্যাম্পে যোগ দেবেন ২১ আগস্ট।

অস্ট্রেলিয়া সিরিজের আগে ক্রিকেটারদের ছুটি কাটানোকে কিভাবে দেখছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক- এমন প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে আমাদের ব্যস্ততা শুরু হয়। এরপর আইসিসি ওয়ানডে বিশ্বকাপ, ঘরের মাঠে পাকিস্তান, ভারত সিরিজের পর সবশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজ। টানা আট মাস শরীরের ওপর দিয়ে ধকল গেছে ক্রিকেটারদের। এই বিশ্রামটা খেলোয়াড়দের শারীরিক এবং মানসিকভাবে চাঙ্গা করতে সাহায্য করবে। ’

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, ১৩ আগস্ট ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।