ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

পরিণত হলেই টেস্ট নিয়ে ভাববেন সানি

স্পোর্টস করেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৫
পরিণত হলেই টেস্ট নিয়ে ভাববেন সানি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: টানা ১২ বছর ঘরোয়া ক্রিকেট খেলার পর স্বপ্ন পূরণ হয় বাঁহাতি স্পিনার আরাফাত সানির। ২০১৪ সালের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে জাতীয় দলে ঠাঁই হয় ২৮ বছর বয়সী এই স্পিনারের।

এর পর লঙ্কানদের বিপক্ষেই হয় ওয়ানডে অভিষেক।

তারপর কয়েকটি সিরিজ বিরতি দিয়ে জিম্বাবুয়ে সিরিজে আবার ডাক পান বাংলাদেশ দলে। সেই থেকে সীমিত ওভারের ক্রিকেটে দলের নিয়মিত সদস্য আরাফাত সানি। টাইগারদের হয়ে খেলে এসেছেন বিশ্বকাপও। ইকোনমি রেটটা চোখে লাগার মতো। ওয়ানডেতে ৪.৪৩, টি-টোয়েন্টিতে ৭.০০।

টাইট বোলিং ও স্ট্যাম্প টু স্ট্যাম্প বল করতে পারায় টিম ম্যানেজমেন্টের বিশেষ পছন্দের ক্রিকেটার আরাফাত সানি। জাতীয় দলের ক্যাম্প শুরু না হলেও নিয়মিত অনুশীলন করছেন মিরপুর একাডেমি মাঠে। হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) অংশ হিসেবে জাতীয় দল ও দলের বাইরে থাকা ছয়জন ক্রিকেটারকে নিয়ে প্লেয়ার্স অব ন্যাশনাল ইন্টারেস্ট গ্রুপ (পনি) তৈরি করেছে বিসিবি।   আল আমিন হোসেন, রবিউল ইসলাম, শফিউল ইসলাম, মোহাম্মদ মিঠুন, শুভাগত হোমদের সঙ্গে অনুশীলন করছেন আরাফাত সানিও।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) মিরপুরের ইনডোরে জিম সেশন শেষ করে বাংলানিউজের মুখোমুখি হন এই বাঁহাতি স্পিনার।

নিয়মিত অনুশীলন করার সুযোগ পাওয়ায় বেশ উচ্ছ্বসিত এই ক্রিকেটার বলেন, ‘আমরা যারা ওয়ানডে ক্রিকেটার আছি তাদের কিন্তু ঈদের আগেই সিরিজ শেষ হয়ে গেছে। সেই থেকেই আমাদের অনুশীলন বন্ধ। একা একা প্র্যাকটিস চালিয়ে নেওয়াটা খুব কঠিন। টিমের সঙ্গে অনুশীলনটা উপভোগ্য মনে হয়। তাছাড়া অনেক ভুল-ত্রুটি বের  হয়ে আসে। একজন আরেকজনকে সাহায্য করতে পারেন। একা অনুশীলন করলে অনেক সময় বোরিংনেস চলে আসে। এখানে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সব বিভাগের কোচই আছেন। আমাদের এখানে অনুশীলনের সুযোগ করে দেওয়ায় বিসিবিকে আমি ধন্যবাদ দিতে চাই। ’

এ সময় সানি আরও যোগ করেন, ‘অনুশীলনে থাকলে সেটা আমাদের জন্য অনেক ভালো। সামনে আমাদের অনেক খেলা আছে। লংগার ভার্সন খেলা আছে, বিপিএল আছে। ১২ মাসই আমাদের ফিট থাকা দরকার, অনুশীলনের মধ্যে থাকা দরকার। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমাদের পারফর‌ম্যান্সের জন্য এটি একটা অ্যাডভানটেজ। ’

টেস্ট ক্রিকেট খেলার স্বপ্ন দেখেন কি না- এমন প্রশ্নের জবাবে সানি বলেন, ‘নিজেকে আগে পরিণত করার ইচ্ছা আছে। টেস্ট খেলার স্বপ্ন সবার-ই থাকে। একজন  ক্রিকেটার হিসেবে আমারও আছে। ওয়াডেতে যদি  ধারাবাহিক পারফর্ম করতে পারি, তাহলে অবশ্যই আমাকে টেস্টের জন্যও বিবেচনা করা হতে পারে। টি-টোয়েন্টি, ওয়ানডে ও টেস্ট-তিনটা ফরম্যাট কিন্তু সম্পূর্ন আলাদ। নিজেকে ভালো করে ঝালাই করে টেস্ট খেলতে নামতে চাই। মনে করেন, ওয়ানডেতে ভালো করে টেস্টে সুযোগ পেলাম। কিন্তু কিছুই করতে পারলাম না-এটা হলে আমার মধ্যে চাপ চলে আসবে। ’

টেস্ট ক্রিকেট নিয়ে সানি আরও বলেন, ‘টেস্ট ক্রিকেটার-কথাটা আমার কাছে অন্যরকম একটা ব্যাপার। এটা অনেক গৌরবের। বলের ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে, বোলিংয়ে টার্ন ও  ফ্লাইট বাড়িয়ে নিজেকে প্রস্তুত করেই টেস্ট খেলতে নামতে চাই। এগুলো নিয়েই এখন কাজ করছি। ’

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ১৩ আগস্ট ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।