ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

ম্যারাডোনার সঙ্গে কোহলির তুলনা!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৫
ম্যারাডোনার সঙ্গে কোহলির তুলনা! দিয়েগো ম্যারাডোনা ও বিরাট কোহলি

ঢাকা: কিংবদন্তিদের সঙ্গে কিংবদন্তিদের তুলনা হয়। সেটা ফুটবল হোক কিংবা ক্রিকেটে।

তাই বলে আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনার সঙ্গে বিরাট কোহলির তুলনাটা কী মানায়? তবে এ পথেই হাঁটছেন স্বয়ং ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। টাইমস অব ইন্ডিয়ার বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে এমন খবরই প্রকাশিত হয়েছে।

খেলার প্রতি ম্যারাডোনার প্রচন্ড উদ্যম ও আবেগের বিষয়টি প্রশ্নাতীত। কোহলির ওপরও সে ছায়া দেখছেন গাঙ্গুলি। তাইতো তার এমন অভিব্যক্তি। ‘আমার পছন্দের ক্রীড়াবিদ ছিলেন ম্যারাডোনা। আমি দেখেছি, তিনি কতটাই না আবেগ ও মন-প্রাণ উজাড় করে ফুটবল খেলতেন। কোহলির ব্যাপারটিও সেরকম। তার বডি ল্যাঙ্গুয়েজ (শারীরিক ভাষা) নজর কাড়ার মতো। আমি তারও একজন বড় ভক্ত। ’

কোহলি বর্তমানে শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজে দলকে নেতৃত্ব দিচ্ছেন। মহেন্দ্র সিং ধোনি টেস্ট ক্রিকেট থেকে অবসরের পর সাদা পোষাকে ভারতের অধিনায়কত্বের দায়িত্ব পালন করে আসছেন ২৬ বছর বয়সী এ ব্যাটসম্যান।

গাঙ্গুলি আরও উল্লেখ করেন, ‘কোহলি ক্ষুধার্ত, সে সব সময়ই জিততে চায়। ইতোমধ্যেই শ্রীলঙ্কায় প্রথম টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছে। অধিনায়ক হিসেবে চারটি টেস্ট খেলে চারটি সেঞ্চুরি কর‍াটা অবিশ্বাস্য স্বাক্ষর রাখে। খেলোয়াড় হিসেবে তো বটেই, অধিনায়ক হিসেবেও তার ভবিষ্যৎ উজ্জ্বল। কোহলির ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে। ’

বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।