ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

গলে রাহানের বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৫
গলে রাহানের বিশ্বরেকর্ড

ঢাকা: শ্রীলঙ্কা সফরে গিয়ে দারুণ এক রেকর্ড গড়ে ফেলেছেন ভারতের ব্যাটসম্যান অজিঙ্কা রাহানে। তবে, ব্যাট হাতে নয়, ফিল্ডিংয়ে নেমে সাদা পোশাকের ম্যাচে দুই ইনিংস মিলিয়ে আটটি ক্যাচ নিয়ে গড়েছেন বিশ্ব রেকর্ড।



রাহানে প্রথম ইনিংসে ব্যাট হাতে শূন্য রানেই ফিরেছেন। দ্বিতীয় ইনিংসে এখনও ব্যাট হাতে নামেননি তিনি। তবে, গল টেস্টের তৃতীয় দিন শেষে রাহানের ঝুলিতে রেকর্ড আটটি ক্যাচ। ফিল্ডিংয়ে ‘আউট ফিল্ড’ খেলোয়াড় হিসেবে এক টেস্টে সবচেয়ে বেশি ক্যাচ ধরার বিশ্ব রেকর্ড এটি।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ম্যাচে এর আগে উইকেটরক্ষক ছাড়া সাতটির বেশি ক্যাচ ধরতে পারেনি কেউই।

প্রথম ইনিংসে করুনারত্নে, থিরিমান্নে আর দিনেশ চান্দিমালের ক্যাচ নিয়েছিলেন রাহানে। আর লঙ্কানদের দ্বিতীয় ইনিংসে ক্যাচ নিয়েছেন আরও ৫টি। তার তালুবন্দি হয়ে সাজঘরে ফিরেছেন ধাম্মিকা প্রসাদ, সাঙ্গাকারা, থিরিমান্নে, রঙ্গনা হেরাথ আর জীহান মুবারক।

টেস্টের ইতিহাসে আউট ফিল্ডে দাঁড়িয়ে ক্যাচের আগের বিশ্ব রেকর্ড ছিল সাতটি। সাতটি করে ক্যাচ নিয়েছিলেন পাঁচজন। ১৯৭৪ সালের ১৩ ডিসেম্বর ইংল্যান্ডের বিপক্ষে সাতটি ক্যাচ নিয়েছিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক গ্রেগ চ্যাপেল। ১৯৭৭ সালে ইংলিশদের বিপক্ষেই সাতটি ক্যাচ নিয়েছিলেন ভারতের যোগাবিন্দ্র সিং।

১৯৯২ সালের ৬ ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে সাত ব্যাটসম্যানকে তালুবন্দি করেন শ্রীলঙ্কার হাসান তিলকারত্নে। ৫ বছর পর আবারো সাতটি ক্যাচ নেওয়ার ঘটনায় নাম লেখান কিউইদের কিংবদন্তি ক্রিকেটার স্টিফেন ফ্লেমিং। জিম্বাবুয়ের বিপক্ষে তিনি এ রেকর্ড স্পর্শ করেন। সর্বশেষ ২০০৪ সালের ৮ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে সাতটি ক্যাচ লুফে নেন অস্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ১৪ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।