ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

বাপ-দাদার ভিটায় ইমরুল কায়েস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৫
বাপ-দাদার ভিটায় ইমরুল কায়েস ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় দলের টেস্ট ওপেনার ইমরুল কায়েসের খুব কাছের মানুষ ছাড়া বাকীদের জানার কথা নয়। বাংলাদেশের এই ক্রিকেটারের গ্রামের বাড়ি ভারতের নদিয়া জেলার করিমপুরে।

ইমরুল কুষ্টিয়ার মেহেরপুরে জন্মগ্রহণ করলেও ভারতের নদিয়ার সাহেবপাড়া গ্রামে তার বাপ-দাদার ভিটে। ছোটবেলায় অনেক গল্প শুনেছেন সে গ্রামের। বেশ কয়েকবার ভারত গেলেও আগে কখনো গ্রামের বাড়িতে যাওয়া হয়নি তার।

অবশেষে মিটল সে সাধ। পরিবারের মুরুব্বিদের কাছ থেকে শোনা গল্প নয়; নিজ চোখে বাস্তব চিত্রই দেখে এলেন তিনি।

গত মঙ্গলবার মায়ের চিকিৎসার জন্য কলকাতায় যান ইমরুল কায়েস। চিকিৎসা শেষে কলকাতা থেকে বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে সপরিবারে সাহেবপাড়ায় যান তিনি।

ইমরুলের দাদা কায়েম বিশ্বাসের জন্ম সাহেবপাড়াতেই। পঞ্চাশের দশকে কায়েম চলে যান পূর্ব পাকিস্তানের মেহেরপুরে। ইমরুলের বাবা বানি বিশ্বাসের জন্ম অবশ্য পূর্ব পাকিস্তানে। কিন্তু ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে কায়েম বিশ্বাস সপরিবার ফিরে আসেন সাহেবপাড়ায়। বছরখানেক বাদে পরিবারটি বাংলাদেশে চলে আসেন। তবে ইমরুলের চাচা বজুল রহমান বিশ্বাস রয়ে যান সাহেবপাড়াতেই।

রেগুলেটেড মার্কেটের মাঠে স্থানীয় তরুণ ক্রিকেটারদের সঙ্গে ব্যাট হাতে খেলতেও নেমে পড়েন বাংলাদেশের এ বাঁহাতি ওপেনার। এ সময় তাদের বেশ কিছু টিপসও দেন কায়েস। পরে করিমপুর জামতলা নবারুণ সংঘের পক্ষ থেকে ইমরুলকে সংবর্ধনা দেওয়া হয়। । ইমরুল সংবর্ধনা পাওয়ার পর ফেসবুকে একটি ছবিও পোস্ট করেন। ছবির নিচে ক্যাপশনে লেখেন-‘আমার জন্য এটা অনেক গৌরবের...সব ক্রিকেটভক্তদের ধন্যবাদ...করিমপুর...ভারত। ’

ইমরুল কায়েসের গ্রামে ফেরার ঘটনাটি ফলাও করে ছেপেছে ভারতের আনন্দবাজার পত্রিকাসহ স্থানীয় বেশ কয়েকটি প্রত্রিকা।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ১৫ আগস্ট ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।