ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

পুরো কৃতিত্ব দলের সকলের: ম্যাথিউস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
পুরো কৃতিত্ব দলের সকলের: ম্যাথিউস ছবি: সংগৃহীত

ঢাকা: তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে জিতে লিড নেওয়া স্বাগতিক শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস দলের দারুণ পারফরমেন্সে সতীর্থদের ধন্যবাদ দিয়েছেন। সকলের দলগত প্রচেষ্টায় তিন বিভাগে ভালো করার জন্য খুশি লঙ্কান এ দলপতি।



প্রথম ইনিংসে ১৮৩ রানে অলআউট হওয়া স্বাগতিকরা ভারতের বিপক্ষে ১৯২ রানে পিছিয়ে থেকেও ১৭৬ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় সফরকারীদের। দলের হয়ে দারুণ ভূমিকা রাখেন ব্যাট হাতে দুই ইনিংসে সফল দিনেশ চান্দিমাল আর দ্বিতীয় ইনিংসে ভারতের ব্যাটিং লাইনআপকে গুঁড়িয়ে সাত উইকেট দখল করা রঙ্গনা হেরাথ।

ম্যাচের প্রথম তিনদিন পরাজয়ের শঙ্কায় থাকা লঙ্কানরা গল টেস্টে জিতে ১-০তে লিড নিয়েছে। ভারতের বিপক্ষে ৬৩ রানের মহাকাব্যিক এ জয়ের পর ম্যাথিউস বলেছেন, কী দারুণ কামব্যাক। আমি সত্যিই নির্বাক। দলীয় এ পারফর্মে আমরা ম্যাচটি জিততে পেরেছি। এই কৃতিত্ব আমি পুরো টিমকেই দেব। যদিও আমরা প্রথম ইনিংসে ভালো করতে পারিনি, তারপরও দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়ে লড়াই করে গেছি।

আর এ লড়াইয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন চান্দিমাল। লঙ্কান এ উইকেটরক্ষক ব্যাটসম্যান অপরাজিত ১৬২ রানের ইনিংস খেলেন। ম্যাচ সেরার পুরস্কার দেওয়া হয় তাকে। চান্দিমাল ছাড়াও দলের জয়ে ভূমিকা রাখেন হেরাথ। ৪৮ রানে ৭ উইকেট শিকার করেন তিনি।

লঙ্কান দলপতি ম্যাথিউস বলেছেন, উইকেটে টিকে থাকা আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। তবে, চান্দিমাল অসাধারণ অসাধারণ ব্যাট করেছে। সে একাই আমাদের লড়াই করার মতো স্কোর এনে দিয়েছে। হেরাথ দারুণ বল করেছে। আর তার মতো মানসম্পন্ন বোলার ভালো বল করবে এটাই স্বাভাবিক। আমরা হেরাথের অসাধারণ নৈপূণ্যে অবাক হইনি।

ভারতের বিপক্ষে ২০ আগস্ট কলম্বোর পি সারা স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে মাঠে নামবে শ্রীলঙ্কা।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ১৬ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।