ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

টিভিস্বত্ব না দেওয়ায় ‘অসন্তুষ্ট’ নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
টিভিস্বত্ব না দেওয়ায় ‘অসন্তুষ্ট’ নিউজিল্যান্ড ছবি: সংগৃহীত

ঢাকা: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি ছয় উইকেটে হারে নিউজিল্যান্ড। তবে ডারবানে ‍অনুষ্ঠিত সে ম্যাচটি নিউজিল্যান্ডের কোন দর্শক টেলিভিশনে দেখতে না পারায় ‘অসন্তুষ্ট’ কিউই ক্রিকেটাররা।

এমনটিই জানিয়েছেন দলটির ব্যাটিং কোচ ক্রেইগ ম্যাকমিলান।

এদিকে এ সিরিজের টিভিস্বত্ব পাওয়া স্কাই স্পোর্টসের এক মুখপাত্র জানিয়েছেন, এ ব্যাপারে আলোচনা চলছে। আর নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড এ সমস্যা সমাধানের ব্যাপারে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করবে।

এক রেডিও সাক্ষাতকারে ম্যাকমিলান বলেন, ‘ ক্রিকেটাররা এ ব্যাপারে নিজেদের ক্ষোভ জানিয়েছে। তারা দেশে গিয়ে ম্যাচটি দেখতে চায়। এ সিরিজে আমাদের দলে কয়েকজন তরুণ ক্রিকেটারদের নেওয়া হয়েছে যেমন, জর্জ ওয়ার্কার। তারা সবে মাত্র তাদের আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেছে। আমি আশা করি আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ ব্যাপারে সমাধান হবে এবং ম্যাচগুলো টিভিতে দেখা যাবে। ’

রোববার (১৬ আগস্ট) দু’দলের মধ্যকার দ্বিতীয় ও শেষ টি-২০ ম্যাচটি সেঞ্চুরিয়ানে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।