ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

ক্লার্কের সমালোচনার জবাব দিলেন ওয়ার্ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
ক্লার্কের সমালোচনার জবাব দিলেন ওয়ার্ন ছবি: সংগৃহীত

ঢাকা: রান খরায় ভুগছেন বেশ কিছু দিন ধরে। এই ধারা বজায় ছিল চলতি ‍অ্যাশেজ সিরিজেও।

সেই সঙ্গে এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ পরাজয়ে ব্যাপক সমালোচনার শিকার হতে হয়েছে অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ককে। তবে অ্যাশেজ পরাজয়ে ক্লার্কের সমালোচনা করায় বেজায় ক্ষেপেছেন অজিদের সাবেক কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন।

ট্রেন্টব্রিজ টেস্টে ইনিংস পরাজয়ের পর অজিদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ক্লার্ক। আর সিরিজের বাকী একটি ম্যাচ খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানাবেন বিশ্বকাপ জয়ী এ অধিনায়ক। তবে ওয়ার্ন মনে করেন ক্লার্ক সম্মানিত ক্রিকেটার। ইংল্যান্ডের বিপক্ষে হারের দোষ একা তার ঘাড়ে চাপানো ঠিক হয়নি।

অ্যাশেজ হারে ক্লার্কের সমালোচনায় যোগ দিয়েছিলেন অজি সাবেক ক্রিকেটার অ্যান্ড্রু সায়মন্ডস, ম্যাথিউ হেইডেন ও সাবেক কোচ জন বুকানন। তবে তাদের সমালোচনাকে উড়িয়ে দিয়েছেন অজিদের টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেটর মালিক ওয়ার্ন।

এ প্রসঙ্গে ওয়ার্ন বলেন, ‘সমর্থকরা ক্লার্কের সমালোচনা করছে। তবে তারা বুঝতে পারছে না যে, আমরা সেরা একটি ক্রিকেটার ও অধিনায়ককে হারালাম। ’

তিনি আরো বলেন, ‘সায়মন্ডস ও হেইডেন তাকে পছন্দ করে না। তবে ক্লার্কের প্রতি তাদের সম্মান থাকা উচিৎ। ক্লার্ক অজিদের হয়ে দু’বার বিশ্বকাপ জিতেছে। অ্যাশেজে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে। দক্ষিণ আফ্রিকায় প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ জিতেছে। সেই সঙ্গে তার টেস্টে ৮ হাজারের ওপরে রান রয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।