ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

অ্যাশেজ জিতে ইংলিশরা ১০ ঘণ্টা মদ্যপ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
অ্যাশেজ জিতে ইংলিশরা ১০ ঘণ্টা মদ্যপ ছবি: সংগৃহীত

ঢাকা: এক ম্যাচ হাতে রেখে অ্যাশেজ জিতে কি করেছিলেন ইংল্যান্ডের ক্রিকেটাররা, এমন প্রশ্নের উত্তর দিয়েছেন দলটির টপঅর্ডার ব্যাটসম্যান জো রুট। খুশিতে তারা প্রায় দশ ঘণ্টা মদ পান করেছিলেন বলে জানালেন রুট।



অস্ট্রেলিয়ার বিপক্ষে ট্রেন্টব্রিজ টেস্টে ইনিংস ও ৭৮ রানের বিশাল জয় পায় ইংল্যান্ড। চতুর্থ টেস্টেই সিরিজ নিশ্চিত করায় সেদিন তারা ট্রেন্টব্রিজের স্টেডিয়াম ছেড়ে সঙ্গে সঙ্গেই টিম হোটেলে ফেরেননি। প্রায় দশ ঘণ্টা সেখানে তারা জয় উদযাপন করেন।

জো রুট জানিয়েছেন, জয় উদযাপনটা আমাদের কাছে বিশেষ গুরুত্ব পেয়েছে। আমরা রাত দশটার দিকে (স্থানীয় সময়) মাঠ ত্যাগ করেছি। ম্যাচটি প্রায় মাঝদুপুরেই শেষ হয়ে গিয়েছিল। স্টেডিয়ামের ড্রেসিং রুমে আমরা প্রায় দশ ঘণ্টা একসাথে কাটিয়েছি।

জো রুট আরও যোগ করেন, ড্রেসিং রুমে আমরা প্রচুর মদ পান করেছি। চারদিকে শুধু শ্যাম্পেনের বোতল ঘুরছিল। যে যতটা সম্ভব মদ্যপ হওয়ার চেষ্টা করেছি।

অজিদের বিপক্ষে ২০ আগস্ট পঞ্চম ও শেষ টেস্টে মাঠে নামবে ইংলিশরা। সে ম্যাচেও জয়ের লক্ষ্যেই মাঠে নামবে জানিয়ে রুট বলেন, ওভালে আমরা শেষ ম্যাচে নামবো। সে ম্যাচেও জয়ের ধারা অব্যহত রাখতে চাই। আর সে ম্যাচে জয় পেলে ওভালে আমাদের উদযাপনটা ট্রেন্টব্রিজকেও ছাড়িয়ে যাবে। শেষ ম্যাচের জন্য আমরা মুখিয়ে আছি, কারণ বিশেষ ভাবে জয় উদযাপনটা তখনই করতে চাই।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ১৬ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।